Arup Biswas: আচমকা কালবৈশাখীতে একাধিক লাইন ব্রেকডাউন, বিদ্যুৎমন্ত্রীর তৎপরতায় সচল পরিষেবা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Arup Biswas: অধিকাংশ জায়গাতেই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা আবার চালু করা গিয়েছে। বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তিনি।
কলকাতা: বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও জয়নগরের কিছু অংশে কালবৈশাখীর ঝড়ে লাইন ব্রেকডাউন হয়। নন্দীগ্রামে একটি ট্রান্সফর্মার-সহ পোল পড়ে যায় । চার জেলায় প্রায় ১০০টি পোল পড়ে যাওয়ার খবর এসেছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে সারারাত কাজ করেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। অধিকাংশ জায়গাতেই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা আবার চালু করা গিয়েছে। বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তিনি।
দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। এর মধ্যে বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও জয়নগরের কিছু অংশে কালবৈশাখী হয়। তার জেরেই সমস্যার সূত্রপাত।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক
সোমবার রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। ৪ মে, শনিবার পর্যন্ত দাবদাহ চলবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 2:52 PM IST