Madhyamik 2024 Merit List: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক

Last Updated:

Madhyamik 2024 Merit List: এদিন মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মাধ্যমিকের মেধাতালিকা
মাধ্যমিকের মেধাতালিকা
কলকাতা: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহার থেকে। ওই ছাত্রের নাম চন্দ্রচূড় সেন। সে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। সে পেয়েছে ৯৯% নম্বর। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রাসাদ ( বালুরঘাট হাই স্কুল), বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈঋত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)।
মাধ্যমিকে চতুর্থ হয়েছে হুগলির পড়ুয়া তপজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান। ষষ্ঠ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল।পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়ালয়।
advertisement
সপ্তম স্থানে কোচবিহারে আসিফ কামাল মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের পড়ুয়া।অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল। সাত্যদা দে বালুরঘাট হাইস্কুল।বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল। আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগণা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী,  বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য,  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল।
advertisement
advertisement
অষ্টম স্থানে পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল। নদীয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। নবম স্থানে দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল। দশম স্থানে শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুরের পড়ুয়া।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্য়মিকের কৃতি তালিকা প্রকাশ করলেন। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন।
advertisement
এদিন মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিককেই জীবনের প্রথম বড় পরীক্ষা বলে মনে করা হয়। তাই এই ফলাফল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল। আর সেই ফল বেরতেই দেখা গেল মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.৩১ শতাংশ। তবে, জেলা ভিত্তিতে এবার সকলকে ছাপিয়ে গিয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, এবং পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা।
advertisement
মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায়, ৫৭ জন পরীক্ষার্থী আছেন প্রথম দশে। মেধাতালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন,দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪, মালদহ থেকে ৪, পশ্চিম মেদিনীপুর -৪ জন,নদীয়া ২ জন, ঝাড়গ্রাম ১,কলকাতা থেকে ১ জন, বীরভূম ৩ জন,উত্তর ২৪ পরগনা ২ জন,উত্তর দিনাজপুর ১ জন আছেন এই তালিকায়।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2024 Merit List: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement