Mukul Roy: 'কোনওদিন তৃণমূলে যোগ দিইনি', কলকাতায় ফিরে আর কী কী বললেন মুকুল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
কলকাতা: কলকাতায় নেমেই ফের তৃণমূলকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিলেন মুকুল রায়৷ দাবি করলেন তিনি কোনওদিন তৃণমূলে যোগদানই করেননি৷ আবার এমনও দাবি করলেন, দিল্লি গিয়ে সবার সঙ্গেই দেখা হয়েছে তাঁর৷ কিন্তু কার কার সঙ্গে দেখা হয়েছে, বার বার প্রশ্ন করলেও সেই জবাব দেননি মুকুল রায়৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুল রায়৷ এর মাস খানেক পর ওই বছরই জুন মাসে কলকাতার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগদান করেন তিনি৷ এ দিন অবশ্য অন্য কথা শোনা গেল মুকুলের মুখে৷
প্রায় বারো দিন দিল্লিতে থাকার পর অবশেষে আজ দুপুরে কলকাতায় ফিরে আসেন মুকুল রায়৷ সূত্রের খবর, দিল্লিতে অনেক চেষ্টা করেও বিজেপি-র কোনও শীর্ষ নেতার দেখা পাননি তিনি৷ যদিও কলকাতায় ফিরে এসে অন্য কথা শোনা গেল মুকুলের মুখে৷
advertisement
advertisement
এ দিন কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল রায় বলেন, আমি তো বিজেপি-তেই আছি৷ নিজের ইচ্ছেতেই দিল্লি গিয়েছিলাম৷ আমার কিছু কাজ ছিল৷ সবার সঙ্গে কথা হয়েছে৷ এর পরেই মুকুলকে প্রশ্ন করা হয়, অমিত শাহ বা জে পি নাড্ডার মতো বিজেপি-র কোনও শীর্ষ নেতার সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না৷ এর অবশ্য কোনও স্পষ্ট জবাব দেননি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক৷ মুকুল আরও দাবি করেছেন, তাঁকে কেউ জোর করে দিল্লি নিয়ে যায়নি৷ প্রয়োজনে ফের তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুকুল রায়৷
advertisement
তিনি দিল্লি চলে যাওয়ার পর তাঁর ছেলে শুভ্রাংশু রায় দাবি করেছিলেন, অসুস্থতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও কলকাতায় ফিরেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন মুকুল৷ তিনি দাবি করেন, 'শুভ্রাংশু ভুল বলেছে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 5:24 PM IST