Mukul Roy: 'কোনওদিন তৃণমূলে যোগ দিইনি', কলকাতায় ফিরে আর কী কী বললেন মুকুল?

Last Updated:
 মুকুল রায়
মুকুল রায়
কলকাতা: কলকাতায় নেমেই ফের তৃণমূলকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিলেন মুকুল রায়৷ দাবি করলেন তিনি কোনওদিন তৃণমূলে যোগদানই করেননি৷ আবার এমনও দাবি করলেন, দিল্লি গিয়ে সবার সঙ্গেই দেখা হয়েছে তাঁর৷ কিন্তু কার কার সঙ্গে দেখা হয়েছে, বার বার প্রশ্ন করলেও সেই জবাব দেননি মুকুল রায়৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুল রায়৷ এর মাস খানেক পর ওই বছরই জুন মাসে কলকাতার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগদান করেন তিনি৷ এ দিন অবশ্য অন্য  কথা শোনা গেল মুকুলের মুখে৷
প্রায় বারো দিন দিল্লিতে থাকার পর অবশেষে আজ দুপুরে কলকাতায় ফিরে আসেন মুকুল রায়৷ সূত্রের খবর, দিল্লিতে অনেক চেষ্টা করেও বিজেপি-র কোনও শীর্ষ নেতার দেখা পাননি তিনি৷ যদিও কলকাতায় ফিরে এসে অন্য কথা শোনা গেল মুকুলের মুখে৷
advertisement
advertisement
এ দিন কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল রায় বলেন, আমি তো বিজেপি-তেই আছি৷ নিজের ইচ্ছেতেই দিল্লি গিয়েছিলাম৷ আমার কিছু কাজ ছিল৷ সবার সঙ্গে কথা হয়েছে৷ এর পরেই মুকুলকে প্রশ্ন করা হয়, অমিত শাহ বা জে পি নাড্ডার মতো বিজেপি-র কোনও শীর্ষ নেতার সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না৷ এর অবশ্য কোনও স্পষ্ট জবাব দেননি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক৷ মুকুল আরও দাবি করেছেন, তাঁকে কেউ জোর করে দিল্লি নিয়ে যায়নি৷ প্রয়োজনে ফের তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুকুল রায়৷
advertisement
তিনি দিল্লি চলে যাওয়ার পর তাঁর ছেলে শুভ্রাংশু রায় দাবি করেছিলেন, অসুস্থতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও কলকাতায় ফিরেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন মুকুল৷ তিনি দাবি করেন, 'শুভ্রাংশু ভুল বলেছে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: 'কোনওদিন তৃণমূলে যোগ দিইনি', কলকাতায় ফিরে আর কী কী বললেন মুকুল?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement