Sovandeb Chattopadhyay On RG Kar Case: 'এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা জানি না'! RG Kar নিয়ে সব দলকে একসঙ্গে চান শোভন

Last Updated:

Sovandeb Chattopadhyay On RG Kar Case: আরজি করে চিকিৎসক তরুণীর প্রতি পৈশাচিক অত্যাচার স্মরণ করে শোভন প্রশ্ন তোলেন। বলেন, "এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা তা আমি বলতে পারব না। তদন্ত প্রক্রিয়া চলছে।"

'এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা জানি না'! RG Kar নিয়ে সব দলকে একসঙ্গে চান শোভন
'এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা জানি না'! RG Kar নিয়ে সব দলকে একসঙ্গে চান শোভন
কলকাতা: আরজি কর নিয়ে সরব হলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় এক অনুষ্ঠানে এসে শোভন বললেন, “মনুষ্যত্ব হারালে তবেই মানুষ এমন কাজ করে।” দলমত নির্বিশেষে প্রতিবাদ চান তিনি। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে একযোগে রাস্তায় নামার আহ্বান জানান শোভন।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানো ‘প্রতিবাদী’ ইরানিয়ান তরুণীর কী হল? জানলে শিউরে উঠবেন!
আরজি করে চিকিৎসক তরুণীর প্রতি পৈশাচিক অত্যাচার স্মরণ করে শোভন প্রশ্ন তোলেন। বলেন, “এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা তা আমি বলতে পারব না। তদন্ত প্রক্রিয়া চলছে। যে বা যারাই করে থাকুক না কেন, বিচার হবেই৷” এর পর শোভন বলেন, “আমাদের দল চরম শাস্তি চাইছে। সবাই মিলে নামলে ভাল। আমি মনে করি সব দলের একসঙ্গে নামা ভাল৷”
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
নির্যাতিতা, মৃত তরুণীর পরিবারের কথা উল্লেখ করে শোভন আরও বলেন, “এই মেয়েটির বাবা-মা জানত না এমন আক্রমণ বা বিপদ হবে। তাই একসঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নামা ভালো৷ সবাই নামলে সকলের আওয়াজ প্রতিধ্বনিত হবে।
advertisement
সামাজিক ব্যধি একটা। অবনমন গোটা দেশে হচ্ছে। সারা দেশে এমন ঘটনা ঘটছে। সকলে মিলে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে হবে। একটা জনমত তৈরি করতে হবে। কেউ বলে দিচ্ছে না কিন্তু নারী নির্যাতন করো বা কেউ উৎসাহও দিচ্ছে না। এটা একটা সামাজিক ব্যধি।”
advertisement
শোভন জানান তিনি আরজি করের নির্যাতিতার বাড়ি গিয়েছেন। এই ঘটনা তাঁকে চরম মানসিক আঘাত দিয়েছে বলে জানান। শোভনের কথায়, “নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই একযোগে রাস্তায় নামুন”।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovandeb Chattopadhyay On RG Kar Case: 'এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা জানি না'! RG Kar নিয়ে সব দলকে একসঙ্গে চান শোভন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement