Mamata Banerjee security lapse: গাড়িতে আরও অস্ত্র, মমতার বাড়ির সামনে কেন গিয়েছিল নুর আমিন? বাড়ছে রহস্য

Last Updated:
ধৃত নুর আমিন৷
ধৃত নুর আমিন৷
কলকাতা: গতকালই গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছিল ভোজালি, আগ্নেয়াস্ত্র এবং মাদক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে ধৃত নুর আমিনকে জেরা করে ফের তার গাড়ি থেকে একটি বড়সড় কুকরি উদ্ধার হল৷ ফলে এত অস্ত্র গাড়িতে নিয়ে কেন ওই ব্যক্তি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে অপক্ষো করছিলেন, তা নিয়ে পুলিশ আধিকারিকদের মনে সন্দেহ আরও দৃঢ় হয়েছে৷
গতকালই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল নুর আমিন নামে ওই ব্যক্তি৷ তাঁর গাড়িতে পুলিশের স্টিকারও লাগানো ছিল৷ সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নিজেকে বিএসএফ কর্তা বলে পরিচয় দেয় অভিযুক্ত৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় বলে জানায় সে৷ যদিও বিএসএফ-এর যে পরিচয়পত্র নুর আমিন পুলিশকে দেখায়, তা ভুয়ো বলে বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা৷
advertisement
এর পরেই অভিযুক্তকে আটক করে কালীঘাট থানার পুলিশ৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷ ধৃতের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ভোজালি, নাইন এমএম-এর মতো দেখতে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ৷ এর পরে নুর আমিনকে গ্রেফতার করা হয়৷
advertisement
কালীঘাট থানায় নিয়ে গিয়ে নুর আমিনকে রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ কেন সে গাড়িতে এত অস্ত্র নিয়ে মু্খ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল, তা জানতে চান পুলিশকর্তারা৷ সূত্রের খবর, জবাবে নুর আমিন পুলিশের কাছে দাবি করে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর ছিল তার কাছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই খবরই মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাতে চেয়েছিল সে৷
advertisement
যদিও নুর আমিনের এই দাবিকে মানতে চাইছে না পুলিশ৷ বরং অভিযুক্তকে জেরা করে তাঁর গাড়ির ফ্লোর ম্যাটের নীচ থেকে একটি ১৫ ইঞ্চির লম্বা কুকরির মতো দেখতে অস্ত্র উদ্ধার কর হয়৷ এ ছাড়াও গাড়ি থেকে উদ্ধার হয় একটি বেস বল ব্যাট৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নুর আমিনের আসল বাড়ি পশ্চিম মেদিনীপুরে৷ যদিও বাড়ি ভাড়া নিয়ে কলকাতার আনন্দপুর থাকত সে৷ কলকাতায় এক ইন্টেরিয়র ডেকরেশনের ব্যবসা রয়েছে৷ নুর আমিনের এক তরুণী পার্টনারেরও খোঁজ পেয়েছে পুলিশ৷ নুর আমিনের মোবাইলের কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
পুলিশ জানতে পেরেছে প্রায় ৬ মাস ধরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে ঘুরছিল নুর আমিন৷ যদিও জেরায় নুর আমিন দাবি করেছে, টোল ট্যাক্স ফাঁকি দিতেই গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়েছিল সে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee security lapse: গাড়িতে আরও অস্ত্র, মমতার বাড়ির সামনে কেন গিয়েছিল নুর আমিন? বাড়ছে রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement