Nabanna: রক্তাল্পতার শিকার রাজ্যের ৬০ শতাংশেরও বেশি শিশু, বলছে নবান্নের রিপোর্ট

Last Updated:

Nabanna: শিশুদের পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত নজরদারির জন্য ৮২৮ টি ভ্রাম্যমাণ হেল্থ টিম গঠন করা হয়েছে। কিন্তু সেখানেই ডাক্তার নেই

রক্তাল্পতার শিকার স্কুল পড়ুয়ারা (প্রতীকী ছবি)
রক্তাল্পতার শিকার স্কুল পড়ুয়ারা (প্রতীকী ছবি)
কলকাতা : রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম রক্তাল্পতার শিকার! ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে বলছে,৬ থেকে ৫৯ মাসের প্রায় ৬৯ শতাংশ শিশুই রক্তাল্পতায় ভুগছে। শুধু কি শিশুরা? সমস্যার শিকার স্কুল পড়ুয়ারও। বিদ্যালয়ের পড়ুয়াদের স্বাস্থ্য কার্ড তৈরি হয়েছে। তাতে স্লোগান তোলা হয়েছে ‘সবুজ শাক সব্জি খাও,সুস্থ জীবন খুঁজে নাও’। প্রতি সোমবার মিড ডে মিলের পর রক্তাল্পতার মোকাবিলায় একটি ফোলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়েছে। ছ’ মাস অন্তর একটি কৃমিনাশক বড়িও খেতে হবে। কিন্তু সেটা কতটা বাস্তাবায়িত হচ্ছে? এই প্রশ্ন প্রশাসনিক কর্তাদেরও।
শিশু স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যের বিভিন্ন দফতরের সমন্বয়ে অভিন্ন কর্মসূচি সংক্রান্ত রিপোর্টেই বলা হয়েছে,মাত্র ৪৪ শতাংশ শিশু পড়ুয়ার কাছে এই দুই বড়ি পৌছে দেওয়া সম্ভব হয়েছে। আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মাত্র ৪৫ শতাংশ শিশু এর সুবিধা পয়েছে। স্বাস্থ্যকর্মী থেকে শিক্ষকদের ভূমিকায় বিরক্ত নবান্ন। সরকারি উদ্যোগে পাঁচ বছর পর্যন্ত শিশুদের রক্তাল্পতার মোকাবিলায় সপ্তাহে দু’দিন আয়রন সিরাপ খাওয়ানোর কথা। স্কুল পড়ুয়াদের সপ্তাহে এক দিন মিড ডে মিল খাওয়ানোর পর সপ্তাহে একদিন করে ফোলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়ার কথা। ১৪ টি জেলায় এই ট্যাবলেট বিলির হার সবচেয়ে কম। এই জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট স্বাস্থ্য জেলা, পুরুলিয়া, মালদহ, পূর্ব বধমান।
advertisement
advertisement
শিশুদের পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত নজরদারির জন্য ৮২৮ টি ভ্রাম্যমাণ হেল্থ টিম গঠন করা হয়েছে। কিন্তু সেখানেই ডাক্তার নেই। প্রতিটি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুদে পড়ুয়াদের স্বাস্থ্য দেখার জন্য ভ্রাম্যমাণ হেল্থ টিমে দু’জন আয়ুষ ডাক্তার ও এক জন করে ফার্মাসিস্ট ও নার্স থাকার কথা। মোবাইল হেল্থ টিমে ৪৩২ টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৬১২ টিতে ফার্মাসিস্ট নেই। শিশুদের স্বাস্থ্য নজরদারি হবে কী করে?
advertisement
নবান্ন অবশ্য দ্রুত এই শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরকে। এর পাশাপাশি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। লক্ষ্য,  স্কুলে পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনা গড়ে তোলা। বিশেষত, ছাত্রীরা বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব নিয়ে যাতে কোনও সমস্যায় না পড়ে, সে ব্যাপারে মানসিক প্রতিবন্ধকতা দূর করা। এ জন্য প্রতিটি আপার সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলের একজন শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা। যাঁরা সপ্তাহে একদিন প্রতিটি ক্লাসে পড়ুয়াদের এ বিষয়ে শিক্ষা দেবেন। এ ছাড়াও পড়ুয়ার নিয়মমতো ফোলিক অ্যাসিড টাবলেট পাচ্ছে কিনা, পেলে খাচ্ছে কিনা নজর রাখবেন। সেইসঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে সার্বিক খোঁজখবর রাখবেন। যাতে অসুস্থতার লক্ষণ নজরে আসা মাত্রই চিকিৎসার ব্যবস্থা করা যায়। সরকারি রিপোর্টেই বলছে গত তিন বছরে মাত্র ৬৬ শতাংশ শিক্ষক এই প্রশিক্ষণ নিয়েছেন।
advertisement
আরও পড়ুন :  বাড়ছে ডেঙ্গি! পড়ুয়াদের সুরক্ষিত রাখতে কলকাতার সব স্কুলকে বিশেষ নির্দেশিকা পুরসভার
প্রশাসনিকভাবে শিশু স্বাস্থ্য সর্ম্পকে নজরদারি করতে ব্লক থেকে জেলা স্তরে কমিটি গঠন করার কথা। কোনও স্কুলের শিশু পড়ুয়া ভ্যাকসিন বা টিকা না পেয়ে থাকলে তা চিহ্নিত করে বৈঠকে জানাবে। তার ব্যবস্থা করবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে তা বৈঠকে নজরে আনা হবে।  পাঁচটি জেলা- হাওড়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় এই কমিটিগুলি একদিন বৈঠকই করেনি। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এই কমিটি বৈঠক হওয়ার কথা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: রক্তাল্পতার শিকার রাজ্যের ৬০ শতাংশেরও বেশি শিশু, বলছে নবান্নের রিপোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement