১২০ কিমি গতিতে ছুটবে গাড়ি, খরচ ১২ হাজার কোটি টাকা, রাজ্যের গ্রীনফিল্ড করিডরের জন্য বাড়ছে অর্থের সংস্থান
- Published by:Debalina Datta
Last Updated:
সেই কাজের জন্য সড়ক পরিকাঠামো খাতে কেন্দ্রের থেকে অন্তত ২৫ হাজার কোটি টাকার সুবিধা পাবে রাজ্য।
#কলকাতা: গত মে মাসেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছিল এবার রাজ্যে তৈরি হচ্ছে গ্রীনফিল্ড হাইওয়ে।খড়গপুর থেকে মোড়গ্রাম অবধি ছুটবে গাড়ি। মূলত পণ্যবাহী গাড়ি যাতায়াত করানোর জন্যে হচ্ছে এই হাইওয়ে। ১২০ কিমি গতিতে ছুটবে গাড়ি। প্রকল্পের খরচ ১২ হাজার কোটি টাকা। চার হাজার কোটি টাকা জমি অধিগ্রহণের জন্যে। ২৩৪ কিমি রাস্তায় যাতায়াত করায় কমবে ৫ ঘণ্টা সময়সীমা।
আগামী ৩ বছরে শেষ হবে এই কাজ। অবশেষে সেই কাজের জন্য সড়ক পরিকাঠামো খাতে কেন্দ্রের থেকে অন্তত ২৫ হাজার কোটি টাকার সুবিধা পাবে রাজ্য। এই প্রকল্পের কাজে জমি জট কোনও সমস্যা হবে না বলেই মনে করছে এনএইচএআই। একই সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রক মনে করছে এতে রাজ্য সরকার সাহায্য করবে৷ কারণ খড়গপুরের সাথে মোড়গ্রাম স্বল্প সময়ে জুড়ে গেলেই রাজ্যের শিল্পের ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তেমনই রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে উত্তরে পণ্য পরিবহণ সড়ক পথের মাধ্যমে সুবিধা এনে দেবে।
advertisement
আরও পড়ুন - মুখ থেকে বেরিয়ে আসছিল চার অক্ষরের ‘সেই শব্দ’ , ভারত বনাম পাক ম্যাচের আগে দ্রাবিড়ের Viral Video
advertisement
এই নয়া সড়ক কেন্দ্রের তরফে আর্থিক করিডরের মর্যাদা পাচ্ছে। ফলে এই সড়ক হবে চার লেনের। কোথাও কোথাও প্রয়োজন বুঝে আরও চওড়া করা হবে৷ প্রায় ৭৫ থেকে ৯০ মিটার চওড়া হবে। বেশিরভাগ অংশেই এলিভেটেড করে নিতে চাইছে এনএইচএআই। এর ফলে জাতীয় সড়কের নিচের অংশে ব্যবহার করতে পারবেন গ্রামবাসীরা। তারাও নিরাপদ ভাবে যাতায়াত করতে পারবেন। কোনও দুর্ঘটনার ব্যাপার থাকবে না। তবে বাংলার ক্ষেত্রে যে কোনও কাজ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জমির ব্যবস্থা করা। এর আগেও একাধিক জায়গায় জমি জটিলতার কারণে কাজ গিয়েছে আটকে। তাই এখন থেকেই জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যের সাহায্য চেয়ে নিচ্ছে কেন্দ্র।
advertisement
এই পরিকাঠামোর পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এই রাস্তা তৈরি হয়ে গেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক জুড়ে যাবে। ফলে মুম্বই বা ওড়িশার দিক থেকে আসা গাড়ি ডানকুনি বা কলকাতা না ঢুকেই চলে যাবে উত্তরের দিকে।
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 2:51 PM IST