ইনফোসিসের পথেই রাজ্যে নতুন করে ফিরছে উইপ্রো, মাইক্রোফট, বাড়বে কর্মসংস্থান
Last Updated:
#কলকাতা: নতুন করে রাজ্যে ফিরছে উইপ্রো। রাজারহাটের সিলিকন ভ্যালিতে তৈরি হবে উইপ্রোর নতুন ক্যাম্পাস। এই প্রকল্পেই ৫০ হাজার চাকরি তৈরি হবে। রাজ্য থেকেই দেশে প্রথম ই-প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে মাইক্রোসফট। তৈরি হবে ইনোভেশন হাব। প্রযুক্তিগত ও বিপণনের সুবিধা পাবেন ৬ লক্ষ তাঁতশিল্পী। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইনফোসিসের পথেই রাজ্যে নতুন করে ফিরছে উইপ্রো। বহুদিন ধরে আটকে থাকা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করছে দেশের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থাটি। রাজারহাটের সিলিকন ভ্যালিতই উইপ্রোর নতুন ক্যাম্পাস। আগেই রাজ্যে নতুন ক্যাম্পাসের প্রস্তাব উইপ্রোর৷ বিভিন্ন জটিলতায় তা কার্যকর হয়নি৷ সেই দাবি থেকে সরে এসেই নতুন করে প্রস্তাব দেয় উইপ্রো৷
রাজারহাটের সিলিকন ভ্যালিতে মাত্র ১ টাকায় উইপ্রোকে জমি দিয়েছে রাজ্য সরকার। উইপ্রোর পাশাপাশি এরাজ্যকে গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফটও। বিশেষ প্রকল্প নিয়ে রাজ্যে আসছে দুনিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা৷ রাজ্যে মাইক্রোসফটের প্রজেক্ট সঙ্গম ও প্রজেক্ট রি-ওয়েভ৷ ইনোভেশন হাব তৈরি করবে মাইক্রোসফট৷ তাঁতীদের প্রযুক্তিগত ও বিপণনে সাহায্য করতে প্রকল্প৷ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করবে মাইক্রোসফট৷ নদিয়া থেকে ধাপে ধাপে কাজ শুরু৷
advertisement
advertisement
উৎপাদন ক্ষেত্রের মতো তথ্যপ্রযুক্তিতেও বিনিয়োগের খরা। নতুন বিনিয়োগের সুযোগ কার্যত নেই বলে কয়েকদিন আগেই জানিয়ছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন ন্যাসকম। সেখানেই উইপ্রো ও মাইক্রোসফটের বিনিয়োগ নিঃসন্দেহে শিল্প সম্ভাবনায় আশার আলো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2019 10:58 PM IST