Arpita Mukherjee Belghoria Flat : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকার পাহাড়ে এক বিশেষ বস্ত্র বিপণির প্যাকেটেও রাখা ছিল টাকা

Last Updated:

Arpita Mukherjee Belghoria Flat : রাতভর উদ্ধার হওয়া টাকার গণনাপর্ব চলেছে একাধিক যন্ত্রে

রাতভর উদ্ধার হওয়া টাকার গণনাপর্ব চলেছে একাধিক যন্ত্রে
রাতভর উদ্ধার হওয়া টাকার গণনাপর্ব চলেছে একাধিক যন্ত্রে
কলকাতা : একে টালিগঞ্জে রক্ষা নেই, বেলঘরিয়া দোসর ৷ এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ টাকা, মূল্যবান অলঙ্কার এবং সোনার বিস্কুট ৷ বুধবার রাতভর তল্লাশির পর বেলঘরিার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে প্রায় ২৮ কোটি টাকা ৷ ইডি সূত্রে জানানো হয়েছে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ পাওয়া গিয়েছে ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনা ৷ রাতভর উদ্ধার হওয়া টাকার গণনাপর্ব চলেছে একাধিক যন্ত্রে ৷
গত ২২ জুলাই থেকে পর পর টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই কাঠগড়ায় দাঁড়িয়েছে কিছু বস্ত্র বিপণি ৷ ইডি সূত্রে জানানো হয়েছিল সন্দেহের তালিকায় থাকা বিপণিগুলির উপর নজর রাখা হয়েছিল ৷ এ বার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে টাকার পাহাড় পাওয়া গেল তার মধ্যে উঁকি দিল একটি কাপড়ের দোকানের প্যাকেট ৷ সেই দোকানের নাম পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘সাউ বস্ত্রালয়’৷ ইডি সূত্রে জানা গিয়েছে, এই বস্ত্র বিপণির প্যাকেট থেকেও টাকা উদ্ধার করা হয়েছে৷ টাকাকাণ্ডে ওই দোকান জড়িত? নাকি এমনিই ওই দোকানের প্যাকেটে টাকা রাখা হয়েছিল? অর্থাৎ ওই দোকান সরাসরি টাকার উৎস নাকি শুধুই টাকার আধার, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তবে সন্দেহের তির ঘুরেছে ওই দোকানের দিকেও৷
advertisement
advertisement
আরও পড়ুন : রাতভর তল্লাশি, অর্পিতার বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৮ কোটি নগদ, ৫ কোটির সোনা!
বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে বিপুল টাকা গণনার পর্বে সাক্ষী ছিলেন আবাসন কমিটির সম্পাদকও৷ টাকা, মূল্যবান অলঙ্কার ও সোনার বাটের পাশাপাশি এই ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে একাধিক সম্পত্তির দলিল ও নথিপত্র৷ রাতভর উদ্ধার হওয়া সোনা ও টাকা ট্রাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডের এসবিআই সদর দফতরে। সেখানেই বাজেয়াপ্ত টাকা ও সোনা রাখা হবে ব্যাঙ্কের ভল্টে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee Belghoria Flat : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকার পাহাড়ে এক বিশেষ বস্ত্র বিপণির প্যাকেটেও রাখা ছিল টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement