কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব, ১৪ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

Last Updated:

চলতি বছরের জুলাই মাসেই কয়লাপাচার কাণ্ডের এনফোর্সমেন্ট ডিরোক্টরেট (‌ইডি) তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো–কে

#কলকাতা: কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে দিল্লিতে  তলব করল ইডি। চলতি বছরের জুলাই মাসেই কয়লাপাচার কাণ্ডের এনফোর্সমেন্ট ডিরোক্টরেট (‌ইডি) তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো–কে। কিন্তু দু’‌জনেই গরহাজির ছিলেন। সূত্রের খবর, সুশান্ত মাহাতো তাঁর না যাওয়ার কারণ ইডি–কে ইমেল করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মলয় ঘটক  ইডি–কে কিছুই জানাননি। এবার পঞ্চমবার মলয় ঘটককে তলব করল ইডি।
সোমবারই দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী অভিষেক নিজেও বলেছিলেন, এই বড় সমাবেশের পর দেখুন চার-পাঁচদিনে কী হয়। অতটা সময়ও লাগল না। মঙ্গলবারই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। যদিও ইডি সূত্রে খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ তবে, অভিষেকের কাছে ফের ইডি-র সমন পৌঁছতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
advertisement
advertisement
তবে, এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য আরও সামনে এসেছে, সেখান থেকে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে জিজ্ঞাসাবাদে কলকাতার যারা বিভিন্ন জায়গায় কয়লাকাণ্ডে তল্লাশি করেছিল এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন, সেই ইডি আধিকারিকরাও জিজ্ঞাসাবাদে থাকবেন বলে খবর।
advertisement
ANUP CHAKRABORTY
বাংলা খবর/ খবর/কলকাতা/
কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব, ১৪ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement