Health News: রাজ্যের উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিক্যাল ভ্যান নিখরচায় পৌঁছবে দরজায়
- Written by:Onkar Sarkar
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Health News: চিকিৎসক, নার্স, ওষুধ, পোর্টেবেল চিকিৎসা যন্ত্র-সহ মেডিক্যাল ভ্যান পৌঁছে যাবে সাধারণ মানুষের বাড়ির দরজায়
কলকাতা : দুয়ারে সরকারের পর এ বার দুয়ারে চিকিৎসা। এ বার এমনই অভিনব ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। চিকিৎসক, নার্স, ওষুধ, পোর্টেবেল চিকিৎসা যন্ত্র-সহ মেডিক্যাল ভ্যান পৌঁছে যাবে সাধারণ মানুষের বাড়ির দরজায়। এর আগেও শহরের মেডিক্যাল কলেজও হাসপাতালগুলির অভিজ্ঞ চিকিৎসকরা গ্রামের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন। তবে শহর বা শহর লাগোয়া এলাকায় শারীরিক বা আর্থিক ভাবে বিপর্যস্ত মানুষের চিকিৎসার জন্যই এই ভাবনা।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাবনাকেই আরও প্রসারিত করতেই রাজ্য স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক ভাবে দুটি মেডিক্যাল ভ্যানের মাধ্যমে কলকাতার বস্তি এলাকাগুলিতে বিনামূল্যে মিলবে সরকারি পরিষেবা। কারণ অনেক ক্ষেত্রেই বার্ধক্যজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়ে যেতে পারেন না। অথবা একবার চিকিৎসককে দেখালেও পরবর্তী ফলোআপের জন্য পৌঁছতে পারেন না!
advertisement
আবার কিছু ক্ষেত্রে হাসপাতালে টিকিট থেকে চিকিৎসক দেখানোর লম্বা লাইনে দাঁড়ানোর মত সময়সাপেক্ষ পদ্ধতির কথা ভেবে নানা সমস্যার জন্য পিছপা হন। কিন্তু বেসরকারি হাসপাতালে গেলে গুনতে হয় অনেক টাকা। এই নানান সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন পরিকল্পনা রাজ্য স্বাস্থ্য দফতরের।
advertisement
নতুন এই মোবাইল মেডিক্যাল ভ্যান পরিচালনার জন্য চার সদস্যের এক এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে রয়েছেন স্বাস্থ্য পরিবহণ বিভাগের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত পাল, ন্যাশনাল আর্বান হেলথ মিশনের স্টেট নোডাল অফিসার ও উপস্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশিস রায়, উপস্বাস্থ্য অধিকর্তা ডাঃ নিতাইচন্দ্র মণ্ডল, কোয়ালিটি অ্যাসিওরেন্সের স্টেট নোডাল অফিসার ডাঃ নির্মাল্য রায়।
advertisement
আরও পড়ুন : ‘ইঁদুরের গর্ত’ বেয়েই ১৭ দিন পর অন্ধকার থেকে আলোয় ৪১ প্রাণ! চলুন ফিরে দেখি দুঃসহ সময়ের সেই যাত্রাপথ
এই মোবাইল মেডিক্যাল ভ্যানের বিষয়ে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “সমাজের সব স্তরে যাতে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে যেতে পারে সেজন্যই আমাদের এই পদক্ষেপ। আপাতত দুটো ভ্যান চালু করা হচ্ছে, ধীরে ধীরে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2023 12:27 AM IST









