উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে সংসদের 'নয়া' কৌশল!

Last Updated:
#কলকাতা: ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে প্রশ্ন ফাঁস নিয়ে এবার যা কাণ্ড হল, তারপর আর কোনও ঝুঁকি নিতে রাজি নন উচ্চ মাধ্যমিক বোর্ড কতৃপক্ষ। এবার পরীক্ষায় নিরাপত্তা নিয়ে কঠোর হবে সংসদ। পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে থাকবে মোবাইল ডিটেকশন ডিভাইস বা মেটাল ডিটেক্টর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় মোবাইল ডিটেকশন ডিভাইস পৌঁছে গিয়েছে। মূলত প্রশ্নফাঁস রুখতেই নয়া নিয়ম রাজ্য শিক্ষা দপ্তরের। জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের আগে পরীক্ষার্থীদের এই ডিভাইস দিয়ে দেখা হবে। এরপরই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। মোবাইল, ক্যামেরা বা অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা ধরা পরবে এই স্ক্যানারে। সঙ্গে সঙ্গে তা বার করে নেওয়া হবে।
শুক্রবার কাটোয়ার মূল কেন্দ্রে ১৮ টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক করে শিক্ষা দপ্তরের আধিকারিক। কীভাবে মোবাইল ডিটেকশন ডিভাইস ব্যবহার করতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয় পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের। সূত্রের খবর, কাটোয়া শহরের পাঁচটি কেন্দ্রে এই বিশেষ ব্যবস্থা থাকবে। এর আগেই বোর্ডের তরফে জানানো হয়েছিল পরীক্ষার সময় অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
advertisement
নিরাপত্তার বাঁধন আঁটোসাঁটো করেও প্রশ্নফাঁস রুখতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক পদক্ষেপ নিয়েও পরপর ছদিনই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে প্রশ্ন পত্রের ছবি। এ দিকটি মাথায় রেখেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে নতুন নিয়ম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রায় আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসবে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। আশা করা হচ্ছে উচ্চ মাধ্যমিকে আর প্রশ্নপত্র নিয়ে আর কোনও ঘটনা ঘটবে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে সংসদের 'নয়া' কৌশল!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement