নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের জন্য কবিতা লিখলেন মন্ত্রী শোভনদেব
Last Updated:
শোভনদেবের সেই কবিতা পড়ে তার প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানিয়ে মেল করেন অভিজিৎ।
Arup Dutta
#কলকাতা: নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের সৌজন্যে আপ্লুত মন্ত্রী শোভনদেব। অভিজিৎ-এর নোবেল প্রাপ্তিকে অভিনন্দন জানিয়ে তাকে নিয়ে কবিতা লিখেছিলেন শোভনদেব। নোবেল জয়ের পর শহরে থাকাকালীন নিজের আপ্ত-সহায়ককে দিয়ে মুখবন্ধ খামে ঐ কবিতা আর ফুল পাঠিয়েছিলেন রাসবিহারী বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের সেই কবিতা পড়ে তার প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানিয়ে মেল করেন অভিজিৎ।
advertisement
সোমবার বিধানসভায় অভিজিৎ বিনায়কের নোবেল প্রাপ্তিকে অভিনন্দন জানাতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় বলতে গিয়ে ঐ ঘটনার কথা উল্লেখ করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘হাজারো ব্যস্ততার মধ্যে সময় করে আমার এই নগন্য কবিতা পড়ে দেখে অভিজিৎ যেভাবে মেল করেছেন তাতে ব্যক্তিগত ভাবে আমি সম্মানিত বোধ করছি। এত বড় মাপের মানুষ বলেই অভিজিৎ বাবু এ কাজ করতে পেরেছেন। আমি আপ্লুত।’
advertisement
advertisement
আগামী বছরের শুরুতে অভিজিৎ বাবুর ফের এই শহরে আসার কথা। সেই সময় তাকে বিধানসভায় রাজ্য সরকারের তরফে সম্বর্ধনা দেওয়ার প্রস্তাব আজ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সদনে। কং এর বিধায়ক অসিত মিত্র এই প্রস্তাব দিলে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তাকে স্বাগত জানান। শাসক দলের তরফেও বিধানসভাগত ভাবে এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে তা বিবেচনার জন্য অভিজিৎ বিনায়কের কাছে পাঠানো হবে বলে ঠিক হয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘সমাজ অর্থনীতির গভীরে গিয়ে গরীব মানুষের সমস্যা নিয়ে অভিজিৎবাবু যেকাজ করেছেন, তার জন্যই মানুষ তাকে মনে রাখবে।’
advertisement
যদিও, অভিজিৎ বাবুকে শোভনদেবের কবিতা পাঠানো নিয়ে টিকা টিপ্পনীর রেশও কম নয়। দলীয় রাজনীতিতে শোভন বিরোধী শিবির এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক তণমূলের এক রসিক বিধায়কের সংযোজন, ‘কবিতা তো দলে একজনই লেখেন। তিনি আমাদের দলনেত্রী, জনগনের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। শোভনদেব চাইলে নিজের লেখা কবিতার সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের কবিতার বইও একটা দিতে পারতেন। ’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2019 9:36 PM IST