হোম /খবর /কলকাতা /
ভোররাত থেকে হঠাৎ অসুস্থ মিমি চক্রবর্তী! বাড়িতেই চলছে চিকিৎসা...

Mimi Chakraborty : ভোররাত থেকে হঠাৎ অসুস্থ মিমি চক্রবর্তী! বাড়িতেই চলছে চিকিৎসা...

অসুস্থ মিমি চক্রবর্তী Photo : File Photo

অসুস্থ মিমি চক্রবর্তী Photo : File Photo

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি (Mimi Chakraborty Health)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : গতকাল ভোর রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccination) শিকার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই মুহূর্তে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি (Mimi Chakraborty Health)। সেই সময় তাঁর পরিচারিকা তাঁর সঙ্গে ছিলেন। অবিলম্বে মিমির সহকারীকে খবর দেওয়া হয়। ছুটে আসেন চিকিৎসক। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে এই অসুস্থতা।

সূত্রের খবর শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপরে শনিবার ভোরবেলা ৩ টে নাগাদ হঠাৎই অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। ঘাম দিতে শুরু করে। এরপরেই অজ্ঞান হয়ে যান মিমি চক্রবর্তী। পরিচারিকা প্রাথমিক শুশ্রুষার পরে সহকারীকে ফোন করেন। তিনিই ছুটে এসে খবর দেন চিকিৎসককে। তিনি জানান, 'গুরুতর  ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেতে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা  ও লিভার-জনিত সমস্যা থাকায় নিয়মিত তার জন্যে ওষুধ খান মিমি। এই অবস্থায় তাঁর স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।

সূত্রের খবর কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের বদলে তাঁর শরীরে কী প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মিমি। সংবাদ মাধ‍্যমে মিমি জানান, আগে থেকেই তাঁর লিভারের সমস‍্যা ছিল। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও শারীরিক সমস‍্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালোই ছিল তাঁর। কিন্তু তারপরেও কেন অসুস্থতা হল তা নিয়ে চিন্তিত চিকিৎসক। সূত্রের খবর, মিমির অসুস্থতার পেছনে তাঁর উদ্বেগ বা প্যানিক-ও কারণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসক।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Kasba vaccination fraud, Mimi Chakborty