Accident: সপাটে ধাক্কা রাস্তার মাঝের রেলিংয়ে... ই-এম বাইপাসে উল্টে গেল গাড়ি! সাতসকালে মারাত্মক দুর্ঘটনা

Last Updated:

পরে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ রেকার ভ্যান দিয়ে গাড়িটি রাস্তা থেকে টেনে সোজা করে এবং সরিয়ে দেয়। এরপর বাইপাসের উত্তর দিকের লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

ই-এম বাইপাসে উল্টে গেল গাড়ি
ই-এম বাইপাসে উল্টে গেল গাড়ি
কলকাতা: সাতসকালে ই-এম বাইপাসে চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়াম যাওয়ার রাস্তায় দুর্ঘটনা। সন্তোষপুর থেকে বাইপাস হয়ে রাজাবাজারগামী মিল্ক ভ্যান ভিজে রাস্তায় পিছলে যায় আচমকা। সপাটে ধাক্কা মারে রাস্তায় মাঝের রেলিংয়ে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় হতাহতের খবর নেই।
শহরের ব্যস্ততম রাস্তা ই-এম বাইপাস। বেশিরভাগ অফিসযাত্রী মানুষের যাতাযাতের প্রধান মাধ্যম এই রাস্তা। সল্টলেক বা নিউটাউনের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে যাঁদের অফিস, তাঁদের ভরসা এই রাস্তা। আবার রুবী, ভিআইপি, চিংড়িহাটা গেলেও এখান দিয়েই যেতে হয়। কিন্তু মাঝেমাঝেই এই রাস্তায় দুর্ঘটনার খবর সামনে আসে। এর মধ্যে কালিকাপুর এলাকায় একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। মোট ১৮টি দুর্ঘটনাপ্রবণ এলাকা রয়েছে এই রাস্তায়। এমনকি ই-এম বাইপাসেই দুর্ঘটনায় আহত হন ট্যাংরার দে পরিবারের সদস্যেরা। সেই দুর্ঘটনার তদন্তে নেমেই ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছন পুলিশ আধিকারিকরা৷
advertisement
চালকদের বারাবার সতর্ক করা হয়। রাস্তার ধারে ধারে লেখা থাকে সতর্কবার্তা। তবু দুর্ঘটনা কমানো যাচ্ছে না। এদিন চালক কোনওক্রমে উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ রেকার ভ্যান দিয়ে গাড়িটি রাস্তা থেকে টেনে সোজা করে এবং সরিয়ে দেয়। এরপর বাইপাসের উত্তর দিকের লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: সপাটে ধাক্কা রাস্তার মাঝের রেলিংয়ে... ই-এম বাইপাসে উল্টে গেল গাড়ি! সাতসকালে মারাত্মক দুর্ঘটনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement