মেধাতালিকা প্রকাশের পরও কাটল না জট, ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ

Last Updated:
#কলকাতা: কোর্টের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশ করেও মিলছে রেহাই ৷ ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ ৷ আবারও নিয়মভঙ্গের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ৷ এবার এসএসসি নির্বাচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল বাতিল করার দাবি নিয়ে দায়ের নয়া মামলা ৷
শিক্ষক নিয়োগে ফের আইনি জটিলতা ৷ সোমবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে এসএসসির প্যানেল প্রকাশ হলেও তাতে একাধিক ক্রুটির অভিযোগ।  এবার প্যানেল বাতিলের দাবি তুলল চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ, নিয়মভঙ্গ করেছে স্কুল সার্ভিস কমিশন ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন সোমবারই একাদশ ও দ্বাদশ শ্রেণীর মেধাতালিকা প্রকাশ করে ৷ সেই তালিকা দেখে চাকরিপ্রার্থীদের অভিযোগ প্যানেল তৈরির ক্ষেত্রে নিয়ম মানেনি এসএসসি ৷ প্যানেলে নেই কোনও নির্দিষ্ট স্কোর কার্ড ৷ এতে দুর্নীতির সম্ভাবনা রয়েছে বলে দাবি মামলাকারীদের।
advertisement
advertisement
অভিযোগ, এসএসসি রুলের ১২ নম্বর ধারায় পরিপন্থী এই প্যানেল। প্যানেল বাতিল করে নিয়ম মেনে নতুন প্যানেল তৈরির আবেদন করেই মামলা দায়ের হয়েছে।এবার এই তালিকা বাতিলের আবেদন নিয়েই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা৷
এর আগে মেধাতালিকা প্রকাশের আগেই উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের ডাক দিয়ে বির্তকে জড়িয়েছিল এসএসসি ৷ হাইকোর্টে শুনানিতে বিচারপতি শরাফের মন্তব্য, ‘মেধাতালিকা প্রকাশ না করে কিভাবে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে! চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিংয়ে ডাকতে পারে কমিশন ৷ তা না করে নিয়মভঙ্গ করেছে SSC ৷’
advertisement
আরও পড়ুন 
কমিশনের নিয়ম অনুযায়ী, এসএসসি-র ১২ নম্বর ধারায় বলা হয়েছে, আগে চূড়ান্ত মেধাতালিকা পিডিএফ ফর্ম্যাটে প্রকাশ করতে হবে ৷ তারপরই, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে ৷ মেধাতালিকা প্রকাশ না হওয়া অবধি কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ কিন্তু সোমবার মেধাতালিকা প্রকাশের পরও জটিলতা কাটার বদলে আরও আইনি ফাঁসে পড়ল শিক্ষক নিয়োগ ৷ ফের অনিশ্চয়তার দোলাচলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত ৷ এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলার ফাঁসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ বিলম্বিত হওয়ার আশঙ্কা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেধাতালিকা প্রকাশের পরও কাটল না জট, ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement