পিএম-এর জায়গায় এএম! মধ্যরাতে ইডি অফিসে হাজির অভিষেক শ্যালিকা মানেকা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ইডি সূত্রে খবর, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷
#কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে আবার সমন পাঠিয়েছে। সমন পেয়ে মানেকা গম্ভীর তার আইনজীবীকে নিয়ে আজ ইডি অফিসে হাজির হয়েছিলেন।
মানেকা গম্ভীর রবিবার রাত বারোটার পর উপস্থিত হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ।সিজিও কমপ্লেক্সের বিল্ডিংয়ের নীচে লিফটের সামনে কর্তব্যরত কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাঁদেরকে জিজ্ঞাসা করে, কোথায় যাবেন তাঁরা? তাঁর আইনজীবী জানান, ইডি দফতরে যাবেন।তাঁদেরকে ডাকা হয়েছে। তারপর সোজা ইডি দফতরে চলে যান দু'জন মিলে। গিয়ে দেখেন দফতরের বেশিরভাগ জায়গায় আলো-আঁধারির খেলা।দরজায় তালা বন্ধ। অফিসে কোনও অফিসার নেই।
advertisement
গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকা গম্ভীরকে ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
advertisement
advertisement
সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ ছিল৷ সময়ের জায়গায় পিএম-এর জায়গায় লেখা ছিল এএম৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷ তিনি নোটিস হাতে নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান।
advertisement
এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷ ইডি সূত্রে খবর, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই মতো আজ দুপুরে ইডি দফতরে ফের হাজিরা দেন মানেকা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 6:55 PM IST