নবান্নে একাধিক দফতরের বৈঠক মঙ্গলবার! তুলে ধরা হবে রিপোর্ট কার্ড, থাকবেন মুখ্যমন্ত্রীও!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সচিবদের বার্ষিক কাজের রিপোর্ট পর্যালোচনা হবে, মুখ্যসচিব মনোজ পন্থ জেলা প্রশাসনকে পথশ্রী ও বাংলার বাড়ি প্রকল্পে নির্দেশ দিয়েছেন।
আগামিকাল মঙ্গলবার নবান্নে একাধিক দফতরের সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। দুপুর দেড়টায় নবান্ন সভাঘরে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। বিভিন্ন দফতরের প্রস্তুত করা বার্ষিক কাজের রিপোর্ট কার্ড সেই বৈঠকে তুলে ধরা হতে পারে।
নবান্নের নির্দেশ অনুযায়ী দফতরগুলির গত কয়েক মাসে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে—তার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে বলা হয়েছিল সচিবদের। সেই রিপোর্ট নিয়েই কাল মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক মহলের অনুমান।
advertisement
advertisement
নবান্নের বৈঠক শেষ করেই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেবেন বলেই সূত্রের খবর। অন্য দিকে, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পন্থ। জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ও উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে রিভিউ করবেন মুখ্য সচিব। বাংলার বাড়ি, পথশ্রী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রিভিউ বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর। পথশ্রী প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সচিব। এর পর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আসবে জানুয়ারি থেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2025 3:54 PM IST









