Medical Scam: বাংলায় আরও এক বিরাট দুর্নীতি? CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ধরা পড়বেন হবু চিকিৎসকরা?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Medical Scam: এই মামলায় সিবিআই তদন্তে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের এজি আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরেন।
কলকাতা: রাজ্যে মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ঘটনায় আর্থিক দুর্নীতি হয়ে থাকলে, তাও সামনে আসা দরকার বলে মন্তব্য করেন বিচারপতি।
এই মামলায় সিবিআই তদন্তে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের এজি আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরেন। ওই তথ্যগুলিও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মামলাকারীর আইনজীবীকে বিচারপতি নির্দেশ, অবিলম্বে এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে।
advertisement
বিচারপতি জানান, এই নির্দেশনামা দুপুর আড়াইটার মধ্যে সিবিআইকে দিতে হবে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, ”শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েক জন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় (হাবে) পরিণত হয়েছে। এত সব কিছুর পরে পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের উপর এই আদালতের কোনও আস্থা নেই। ফলে সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে।”
advertisement
আরও পড়ুন: হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস…২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়িতে ইডি
বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে। তাই রাজ্যের কাছে আমি আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে তা তারা জানাবে। ইতিশা সোরেন মামলায় এই নির্দেশ দেন বিচারপতি।
advertisement
তফসিলি উপজাতি (এসটি) না হওয়া সত্ত্বেও অনেক পড়ুয়া ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সরকারি কলেজে ভর্তি হয়েছেন। ওই কলেজের তালিকায় কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের নাম রয়েছে এমবিবিএস কোর্সের ভর্তিতে ভুয়ো শংসাপত্র ব্যবহারের অভিযোগ।
মামলাকারী আদালতে ৫০ জনের নাম জমা দেন। তাঁর বক্তব্য, ওই ৫০ জনের শংসাপত্র খতিয়ে দেখা হোক। ৫০ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
advertisement
গত বছর ১৬ অক্টোবর রাজ্যের স্ক্রুটিনি কমিটিকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানান, ওই কমিটিকে বিষয়টি নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে শুনানি সম্পন্ন করতে হবে।
২১ ডিসেম্বর রাজ্য জানায়, বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে ১৪ জন প্রার্থীকে খুঁজে পাওয়া গিয়েছে। যাঁরা ভুয়ো শংসাপত্র ব্যবহার করেছেন। শূন্যপদ থেকে তাঁদেরকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে একজন ভর্তি হয়েছেন।
advertisement
দু’সপ্তাহের মধ্যে ওই ১৪ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে তদন্তের নির্দেশ দেনও বিচারপতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 1:52 PM IST