Medical College and Hospital: বালকের মূত্রথলি থেকে বার হল ৪০০ গ্রামের পাথর! জটিল অস্ত্রোপচারে বেনজির সাফল্য মেডিক্যাল কলেজে

Last Updated:

Medical College and Hospital: একাধিক জটিলতা পেরিয়ে হল হল অস্ত্রোপচার

জটিল অস্ত্রোপচার হল কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে
জটিল অস্ত্রোপচার হল কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে
কলকাতা : আবারও নজির গড়ল শহরের সরকারি হাসপাতাল। শরীর থেকে বেড় করা হল বিশাল ওজনের পাথর। মালদহের এক ১০ বছরের এক নাবালকের মূত্রথলি থেকে বের করা হল ৪০০ গ্রাম ওজনের পাথর! জটিল অস্ত্রোপচার হল কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে। একাধিক জটিলতা পেরিয়ে হল অস্ত্রোপচার। জন্ম থেকেই মূত্রথলি ছিল না ওই কিশোরের।  ২০১৪ সালে তা তৈরি করা হয় ওর শরীরে । তবে আচমকাই তাঁর সমস্যা দেখা যায় ইউরিনারি ট্র্যাক্টে। সেই জন্যেই শুরু হয় চিকিৎসা।
শারীরিক সমস্যা দেখা যাওয়ায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়ছিল মালদহের মেডিক্যাল কলেজে।  সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ইউএসজির পাশাপাশি একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে পাথর। মূত্রনালিতে বিশাল ওজনের একটি পাথর রয়েছে বলে জানা যায়। সে জন্য বার বার সংক্রমণ হচ্ছিল।
advertisement
এর পর শুক্রবার বিভাগীয় প্রধান ডাঃ সুজয় মৈত্র এবং আরএমও ডাঃ মিত্রজিৎ মল্লিক ওপেন সার্জারি করে পাথর বের করেন। পাথরের নমুনা বায়োপসি এবং অন্যান্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
অপারেশন পরবর্তী সময়ে কিডনি ঠিকমতো কাজ করছে কিনা দেখতে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে তারপর ওই কিশোরকে ছুটি দেওয়া হবে। তবে এর আগে এত বড় ওজনের পাথর আগে দেখা গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকরা।
advertisement
মূত্রনালিতে পাথর হওয়ার একাধিক কারণ থাকে। পেটের উপরের অংশে বা পিঠের দিকে ব্যথা, সঙ্গে জ্বর, বমি ইত্যাদি মূত্রন্ত্রে পাথরের লক্ষণ। এর সঙ্গে আরও কিছু উপসর্গ থাকে। যেমন বার বার প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও যদি ইনফেকশন প্রশমিত না হয় তখনই পরীক্ষা করা হয় পাথর আছে কি না। এছাড়াও প্রস্রাবের সঙ্গে রক্ত, পুঁজ এবং অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে পাথরও বের হয়। ছোট আকারের পাথর, প্রস্রাবের নালী দিয়ে আসতে পারে। তবে বড় আকারের পাথর হলে তখন সেটা অস্ত্রোপচার করে শরীর থেকে বার করা হয়। সেই অস্ত্রোপচারই করা হয় মালদহের ওই নাবালকের শরীর থেকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Medical College and Hospital: বালকের মূত্রথলি থেকে বার হল ৪০০ গ্রামের পাথর! জটিল অস্ত্রোপচারে বেনজির সাফল্য মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement