বিএলও-ই তৃণমূলের অঞ্চল সভাপতি, শুভেন্দুর অভিযোগের পরেই রিপোর্ট তলব, সরানো হল আলাউদ্দিন মোল্লাকে
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বিরোধী দলনেতার অভিযোগের পরেই রিপোর্ট চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পরেই নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারকে সরিয়ে দিল।
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এর বুথ লেভেল অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মোল্লাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বুথ লেভেল অফিসার নিয়ে অভিযোগ জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি মেম্বার বলে তিনি অভিযোগ তুলেছিলেন। তাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের পার্টি মেম্বার বলেও তিনি অভিযোগ তুলেছিলেন। বিরোধী দলনেতার অভিযোগের পরেই রিপোর্ট চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পরেই নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারকে সরিয়ে দিল।
SIR-এ ‘স্বচ্ছ’ ভাবমূর্তির BLO-র দাবি জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিএলও-র যদি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে, তা হলে তাঁর সংগ্রহ করা তথ্য কি আদৌ নিরপেক্ষ হবে? সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর বুথের বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা। তবে শুভেন্দুর অভিযোগ, বিএলও-র পাশাপাশি তিনি সরিসার তৃণমূল অঞ্চল সভাপতি। আর শুধু নিজেই নয়, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের পদাধিকারী। ডায়মন্ড হারবারে ২ নং ব্লকের নির্বাচিত প্রার্থী তিনি।
advertisement
advertisement
Name of BLO – Md. Alauddin Molla
District – South 24 Parganas
AC Number – 143
Assembly Name – Diamond Harbour
Part No. – 87
Part Name – Panchshata Barkatiya High MadrasaPolitical Affiliation:-
Md. Alauddin Molla – TMC President of Sarisha Anchal
His wife Liala Bibi is an… pic.twitter.com/7S6ADW6s8F— Suvendu Adhikari (@SuvenduWB) October 25, 2025
advertisement
এদিন নিজের পোস্টেই শুভেন্দু লেখেন, ‘আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব, এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএলও-দের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে। এদেরকে সরিয়ে দিতে পারলে তবে রাজ্যের শাসকদলকে ভোটার তালিকায় বদল বা প্রভাব খাটানো থেকে নিস্ক্রিয় করা যাবে।’ উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই জেলাশাসকের থেকে ওই বিএলও-র বিষয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 4:19 PM IST

