ডেঙ্গি ঠেকাতে প্রয়োজন আরও সচেতনতা, কাজে বাধা দিলে কঠোর হওয়ার নিদান মেয়রের
- Written by:UJJAL ROY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
রাজ্যে ডেঙ্গি বাড়ছে, এই অভিযোগকে সামনে রেখে সরকারকে ঘিরতে চাইছে বিরোধীরা।
#কলকাতা: রাজ্যে ডেঙ্গি বাড়ছে, এই অভিযোগকে সামনে রেখে সরকারকে ঘিরতে চাইছে বিরোধীরা। এদিকে ডেঙ্গি আটকাতে রণকৌশল ঠিক করতে বৈঠক করে ফেললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যে সব জায়গায় ডেঙ্গির প্রকোপ বেশি সেই সব পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিধান নগরের পুর ও নগরোন্নয়ন দফতরে এই বৈঠক হয়।
প্রথমত ডেঙ্গি হওয়া আটকাতে কী পদক্ষেপ করা হবে এবং ডেঙ্গি হলে কী ভাবে মোকাবিলা করা হবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "এই সময়ে সাধারণত ডেঙ্গির প্রকোপ কমে যাওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। এখনও পর্যন্ত মানুষ ঘেমে যাচ্ছে। বাতাসে আদ্রতা রয়েছে। মনে হচ্ছে এখন থেকে সারা বছরই ডেঙ্গির সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে। আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই হবে।'
advertisement
আরও পড়ুন: দেহ লোপাট করতে প্রাক্তন নৌসেনা কর্মীকে করাত দিয়ে কাটে স্ত্রী ও ছেলে! বারুইপুরে হাড়হিম কাণ্ড
মন্ত্রী আরও বলেছেন, 'অনেক মানুষ সচেতন হয়েছেন কিন্তু সেটা যথেষ্ট নয়। বাড়িতে কোথায় জল জমেছে সেটা সাধারণ মানুষকে নজর রাখতে হবে। কোথায় ডাবের খোলায় কোথায় বোতলে জল জমছে সেটা সাধারণ মানুষকে নজর রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরকর্মীদের কাজে কোনও ভাবে বাধা দেওয়া যাবে না। আমরা বেশ কয়েক জায়গা থেকে এই রকম অভিযোগ পাচ্ছি। যে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যে দক্ষিণ দমদম পুরসভা একটা। আমরা অভিযোগ পেয়েছি একটি বাড়ির সিড়ির তলায় অনেকটা বড় অংশ জুড়ে জল জমেছিল। সেখান থেকে মশার লার্ভা জন্মাচ্ছিল। অভিযোগ পেয়ে পুর কর্মীরা যান সেটা খতিয়ে দেখতে। কিন্তু তাঁকে বাঁধা দেওয়া হয়েছে। আক্রমণ করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিলো। আমি বলে দিয়েছি এফআইআর করতে হবে। এই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলা হবে।"
advertisement
advertisement
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার, রেফারে সতর্ক করে উগড়ে দিলেন ক্ষোভ
ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বামেদের তরফে রাজ্যের পাশাপাশি কলকাতা পুরসভার দফতরগুলির বোরোগুলিতেও বিক্ষোভ কর্মসূচি চলছে৷ আগামীদিনে এই ইস্যুতে কলকাতা পুরসভা অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কংগ্রেসের তরফেও একাধিক কর্মসূচি হয়েছে। বিজেপি বাইরে কর্মসূচির পাশাপাশি চলতি বিধানসভা অধিবেশনে শাসকদলকে চাপে ফেলার উদ্যোগ নিয়েছে। যদিও তৃণমূলের তরফেও এর পালটা উত্তর দোওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সবার আগে পরিস্থিতি মোকাবিলার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 21, 2022 6:30 PM IST









