'ওই মুহূর্তে হয়তো মানচিত্র পাওয়া যায়নি', অগ্নিকাণ্ডের ঘটনায় স্বীকার রেলকর্তার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
এত গুরুত্বপূর্ণ অফিসের মানচিত্র কেন খুঁজে পাওয়া গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছেই।
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কার্যত মেনে নিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। সোমবার রাতে স্ট্র্য়ান্ড রোডে পূর্ব রেলের অফিসে আগুন লাগার পর ঘটনাস্থল যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, 'গোটা জায়গাটা রেলের। তাই তাদের উপরেও দায়িত্ব বর্তায়, কিন্তু আগুন লাগার পর রেলের কাউকে পাওয়া যায়নি। রেলের কাছে ম্যাপ চাওয়া হয়েছিল দমকল কর্মীদের তরফ থেকে, কিন্তু সেই ম্যাপও দেওয়া হয়নি।' মমতার এই অভিযোগের পরপরই অবশ্য মাঝরাতে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট লেখেন, 'রেলের তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা হয়েছে।' কিন্তু বিল্ডিংয়ের মানচিত্র না মেলার বিষয়ে রেলমন্ত্রী কিছু না বললেও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী সংবাদসংস্থা ANI-কে বলেন, 'আগুন লাগার পর রেলের আধিকারিকরা সেখানে ছিলেন। যথাসাধ্য সাহায্যও করেছেন। হয়ত সেই সময় হঠাৎ করে কোনও মানচিত্র পাওয়া যায়নি। তবে, রেলের কর্মীরা দমকলকর্মীদের সাহায্য়ের জন্য় সব সময় ছিলেন।'
তবে, কেন এত গুরুত্বপূর্ণ অফিসের মানচিত্র খুঁজে পাওয়া গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছেই। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। পাশাপাশি, মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরির দেওয়ার ঘোষণা করেছেন। তবে মুখ্যমন্ত্রী রেলকেও ছেড়ে কথা বলেননি।
Officers of railways were present there, efforts were being made for whatever was required. Maybe any map wasn't made available immediately, staff members of railways were present to guide about the building: Manoj Joshi, General Manager Eastern Railway #kolkatafire pic.twitter.com/htJ7xx9YC9
— ANI (@ANI) March 8, 2021
advertisement
advertisement
যে বহুতলে আগুন লেগেছে তার ১৩ তলায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের মূল কার্যালয়। অগ্নিকাণ্ডের জেরে রেলের অনলাইন টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ। এখনও তা কাজ করছে না। পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের অনলাইন টিকিট বুকিংও বন্ধ রয়েছে। ঘটনার পর অবশ্য রেলের তরফ থেকে চার সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
advertisement
গোটা ঘটনায় অবশ্য রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। তাঁরা নমুনা সংগ্রহ করছেন, ঠিক কোথা থেকে প্রথম আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে। হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। সোমবার রাতের ঘটনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন হেয়ার স্ট্রিট থানার এএসআই। এই ঘটনাতেও আলাদা তদন্ত করছে হেয়ার স্ট্রিট থানা।
advertisement
সোমবার রাতের ঘটনার পর মঙ্গলবার সকালে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছে প্রধানমন্ত্রীর অফিস। এদিন সকালে ঘটনাস্থলে যান বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, মুকুল রায়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2021 1:27 PM IST