ফেসবুকে আলাপ, বর-দুই সন্তান ছেড়ে প্রেমিকের কাছে এলেন মহিলা, তারপর...হাড়হীম কাণ্ড!

Last Updated:

কিডন্যাপ কেস দায়ের করা হয়৷ এবং এই ঘটনায় মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশ কৌশিক পরামানিককে গ্রেফতার করে কিন্তু মহিলার কোন খোঁজ পায় না৷ 

News18
News18
বাগুইআটি: বাগুইআটি প্রতিবেশী পাড়ায় সুটকেসে মহিলার দেহ উদ্ধারের ঘটনার দুদিনের মধ্যে কিনারা করল বাগুইআটি থানার পুলিশ৷ কিন্তু মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক৷
মহিলার নাম রিয়া ধর (৩০), মুর্শিদাবাদ নবগ্রামের বাসিন্দা, দুটি সন্তানের মা।ফেসবুকে তিন মাস আগে আলাপ হয় কৌশিক প্রামানিক নামে বারাসতের এক বাসিন্দার সঙ্গে। তারপরেই প্রেমের সম্পর্ক যা গড়ে ওঠে এই বিষয়টি রিয়ার৷ স্বামী জানতে পারে প্রথমে স্বামী বোঝালে বিষয়টি মিটে যায়৷ তারপরে দিন ১৫ দিন আগে স্বামী ও সন্তানকে ছেড়ে পালিয়ে আসে রিয়া কৌশিকের কাছে৷
advertisement
এরপর এই নবগ্রাম থানায় রিয়ার স্বামী অমিত কুমার ধর মিসিং ডায়েরি করেন কিন্তু পুলিশ কোন গুরুত্ব দেইনি বলে অভিযোগ৷ বারাসতে কৌশিকের ফ্ল্যাটে ওঠে ১৫ দিন ধরে ছিল৷ ২২ তারিখ বারাসতের এক অচেনা ব্যক্তি রিয়া স্বামীর কাছে ফোন করে জানায় একটি ব্যাগ পাওয়া গিয়েছে এবং তার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে৷ সেই নম্বর থেকেই ফোন করছেন তিনি৷
advertisement
advertisement
এরপরই রিয়ার স্বামী অমিত কুমার ধরের সন্দেহ হয় মুর্শিদাবাদের নবগ্রাম থানায় যান৷ তিনি পুলিশকে জানালে পুলিশ কোন রকম কর্ণপাত করেনি বলে এমনটা অভিযোগ৷ শেষমেষ কিডন্যাপ কেস দায়ের করা হয়৷ এবং এই ঘটনায় মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশ কৌশিক পরামানিককে গ্রেফতার করে কিন্তু মহিলার কোন খোঁজ পায় না৷
advertisement
২২ তারিখ বাগুইআটি প্রতিবেশীপাড়া এলাকায় সুটকেসের মধ্যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ এরপরেই বাগুইহাটি থানার পুলিশ তদন্ত নামে বেশ কিছু তথ্য পাওয়ার পরেই রিয়ার স্বামী অমিত কুমার ধর এর সাথে যোগাযোগ করে এবং বেশ কিছু তথ্য পেয়ে বারাসাতে ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ সেখানে তল্লাশি করে গোটা বিষয় প্রকাশ্যে সামনে আসে পুলিশের৷
advertisement
২৪ তারিখ বারাসাতের ফ্লাটে তল্লাশি করে বাগুইহাটি থানার পুলিশ৷ পুলিশ তদন্ত নেমে জানতে পারে কৌশিক প্রামানিক দু’বছর আগে বাগুইআটি প্রতিবেশীপাড়া এলাকায় ভাড়া থাকতো৷ সেই কারণে খুন করার পরে এই এলাকায় নির্জন জায়গায় মৃতদেহ ফেলতে এসেছিল চেনা জায়গা তাই৷ পুলিশ জানতে পেরেছে বারাসাতের ফ্লাটেই খুন করা হয়েছিল রিয়াকে৷ পুলিশ আরও জানতে পারে কৌশিক আগে বিয়ে করেছিল একটি মেয়েকে তার সাথে ডিভোর্স দিয়ে দেয়৷
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান যেহেতু রিয়া যখন বাড়ি থেকে বেরিয়ে ছিল প্রচুর সোনা গয়না এবং টাকা পয়সা নিয়ে এসেছিল কৌশিক সেই সমস্ত সোনা গয়না এবং টাকা পয়সা নিয়ে নেয় এবং মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে আর সম্পর্ক রাখতে চাইছিল না৷ রিয়া জোর করাতেই তাকে খুন করা হয়৷ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ অভিযুক্ত কৌশিক প্রামানিককে নিজেদের হেফাজতে নিতে চাইছে এবং জিজ্ঞাসাবাদের পরে গোটা ঘটনা পরিষ্কার হতে চায়৷
advertisement
২২ তারিখ তার স্বামীর কাছে একটি ফোন যায়৷ মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷ এই মেশিনের ঘটনা যদি পুলিশ গুরুত্ব দিয়ে দেখতো তাহলে হয়তো এই মহিলা খুন হত না এমনটাই মহিলা স্বামীর দাবি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফেসবুকে আলাপ, বর-দুই সন্তান ছেড়ে প্রেমিকের কাছে এলেন মহিলা, তারপর...হাড়হীম কাণ্ড!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement