• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • উচ্চমাধ্যমিকে নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, মূল্যায়নে ভুল করা শিক্ষকদের তলব সংসদের

উচ্চমাধ্যমিকে নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, মূল্যায়নে ভুল করা শিক্ষকদের তলব সংসদের

Representative Image

Representative Image

 • Share this:

  #কলকাতা: চলতি বছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর বদলে গেল হাজার হাজার পরীক্ষার্থীদের রেজাল্ট ৷ পুনর্মূল্যায়নের ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ চলতি বছরে স্ক্রুটিনিতে নম্বর বেড়েছে প্রায় ছয় হাজার পরীক্ষার্থীর ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷

  স্ক্রুটিনির পর প্রকাশিত পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও চার পরীক্ষার্থীর ৷ চলতি বছরে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় কৃতী পড়ুয়ার সংখ্যা ৮০ থেকে বেড়ে দাঁড়াল ৮৪ ৷

  এত পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তনে স্বভাবতই বিব্রত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কীভাবে এত খাতায় ভুল হল?‌ প্রশ্ন তুলেছেন সংসদ সভাপতি।মূল্যায়নে ভুল নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ সংসদের ৷ যেসব শিক্ষকদের খাতা দেখার পরও মূল্যায়নে ত্রুটি ধরা পড়েছে তাদের ডেকে পাঠিয়েছে সংসদ ৷ খাতা দেখায় বিপুল পরিমাণে ক্রুটির কারণে এত পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন আদতে সংসদের ভাবমূর্তি নষ্ট করছে বলে মত সংসদের ৷ উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের সতর্ক করতে কড়া পদক্ষেপ নিচ্ছেন সংসদ সভাপতি ৷ সূত্রের খবর, ‘দোষী’ শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা ৷

  আরও পড়ুন 

  স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ

  এবার ৫৮ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে ৷ ১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ ৷

  চলতি বছরে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলা বিভাগ থেকে গ্রন্থন সেনগুপ্ত ৯৯.২ শতাংশ ৷ বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে তমলুকের ছাত্র ঋত্বিক কুমার সাহু ৷ তৃতীয় হয়েছে দু’জন ৷ তিমিরবরণ দাস ও শ্বাশত রায় ৷ চতুর্থ স্থানে রয়েছে ৬ পড়ুয়া ৷ মেয়েদের মধ্যে প্রথম হয় অর্কদীপ্তা ঘোষ ৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ৷

  First published: