#কলকাতা: চলতি বছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর বদলে গেল হাজার হাজার পরীক্ষার্থীদের রেজাল্ট ৷ পুনর্মূল্যায়নের ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ চলতি বছরে স্ক্রুটিনিতে নম্বর বেড়েছে প্রায় ছয় হাজার পরীক্ষার্থীর ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷
স্ক্রুটিনির পর প্রকাশিত পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও চার পরীক্ষার্থীর ৷ চলতি বছরে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় কৃতী পড়ুয়ার সংখ্যা ৮০ থেকে বেড়ে দাঁড়াল ৮৪ ৷
এত পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তনে স্বভাবতই বিব্রত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কীভাবে এত খাতায় ভুল হল? প্রশ্ন তুলেছেন সংসদ সভাপতি।মূল্যায়নে ভুল নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ সংসদের ৷ যেসব শিক্ষকদের খাতা দেখার পরও মূল্যায়নে ত্রুটি ধরা পড়েছে তাদের ডেকে পাঠিয়েছে সংসদ ৷ খাতা দেখায় বিপুল পরিমাণে ক্রুটির কারণে এত পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন আদতে সংসদের ভাবমূর্তি নষ্ট করছে বলে মত সংসদের ৷ উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের সতর্ক করতে কড়া পদক্ষেপ নিচ্ছেন সংসদ সভাপতি ৷ সূত্রের খবর, ‘দোষী’ শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা ৷
আরও পড়ুন
স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ
এবার ৫৮ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে ৷ ১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ ৷
চলতি বছরে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলা বিভাগ থেকে গ্রন্থন সেনগুপ্ত ৯৯.২ শতাংশ ৷ বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে তমলুকের ছাত্র ঋত্বিক কুমার সাহু ৷ তৃতীয় হয়েছে দু’জন ৷ তিমিরবরণ দাস ও শ্বাশত রায় ৷ চতুর্থ স্থানে রয়েছে ৬ পড়ুয়া ৷ মেয়েদের মধ্যে প্রথম হয় অর্কদীপ্তা ঘোষ ৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 12th Result West bengal, 2018 12th result, Education, Higher Secondary, India results, WB Class 12th result 2018, Wb result.nic.in, Wbchse 12th Result 2018, Wbresult, Wbresult.nic.in 2018, Wbresults, Wbresults nic in 2018 HS, Wbresults.nic.in 2018 high school, Webresult nic in 2018, West bengal 12th class result 2018, Www.wbbse.org, Www.wbbse.org 12th result 2018, Www.wbresults.nic.in 2018