Covid 19: কলকাতা পুরসভায় করোনা আক্রান্ত ৬০০-এর বেশি কর্মী, রোজই বাড়ছে সংখ্যা

Last Updated:

KMC: কলকাতা পুরসভার সিভিল বিভাগের মোট ৪ জন ডেপুটি চিফ ইঞ্জিনিয়রের মধ্যে তিন জনই করোনা আক্রান্ত। ১৬ জন বরো এক্সিকিউটিভের মধ্যে আক্রান্ত রয়েছেন ৭ জন।

আর্থিক সঙ্কটে কলকাতা পুরসভা৷  ফাইল ছবি
আর্থিক সঙ্কটে কলকাতা পুরসভা৷ ফাইল ছবি
#কলকাতা: কলকাতা পুরসভার (KMC) অন্দরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজই। কলকাতা শহরে সাত হাজার পেরিয়ে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা, তেমনই কলকাতা পুরসভায় করোনা আক্রান্তের মোট সংখ্যা পেরিয়ে গিয়েছে ৬০০-এক গণ্ডি। এখনও পর্যন্ত পুরসভার মোট ৬০৯ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছে। বিভিন্ন বিভাগের কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন - ঘোষিত হল উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট, দেখে নিন বিস্তারিত
কলকাতা পুরসভার সিভিল বিভাগের মোট ৪ জন ডেপুটি চিফ ইঞ্জিনিয়রের মধ্যে তিন জনই করোনা আক্রান্ত। ১৬ জন বরো এক্সিকিউটিভের মধ্যে আক্রান্ত রয়েছেন ৭ জন। ৩০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র ও সাব  ইঞ্জিনিয়রও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া উদ্যান পালন বিভাগে ৭ জন ইঞ্জিনিয়র, ২২ জন মালি ও ৫৬ জন কর্মী ও অধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে টক টু মেয়র-অনুষ্ঠানেও উদ্বীগ্ন শুনিয়েছে মেয়ক ফিরহাদ হাকিমের গলা। একটি ফোনের জবাব দিতে গিয়েই তিনি বলেছেন, এখন আমাদের এখানে লোক অনেক কমে গিয়েছে, অনেকেই অসুস্থ।
advertisement
আরও পড়ুন - বিদেশি অনুদানে আর বাধা নেই, ছাড়পত্র পেল মাদার টেরেজার সংস্থা
এরা ছাড়াও অন্য প্রায় সব কটি বিভাগেই কমবেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পরিবারের বিভাগে সাত জনের মধ্যে তিন জন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ক ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র ও ১৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছে। এ ছাড়া জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের কর্মী ও আধিকারিক মিলিয়ে মোট ১৯০ জন আক্রান্ত। করোনার দাপটে ভুগছে পুরসভার স্বাস্থ্য বিভাগও। সেই বিভাগে কর্মী এবং আধিকারিক মিলিয়ে মোট ২১০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এ ছাড়া. ৮ জন বরো এক্সিকিউটিভ, ৩৮ জন এমও, ৩৭ জন নার্স, ৪ জন হেলথ কমিউনিটি, ৭ জন ফার্মাসিস্ট, ১৫ জন ক্লার্ক ডাটা এন্ট্রি, ৯ জন অফিস অ্যাসিস্ট, ১৮ জন নিরাপত্তাকর্মী, ৩২ জন ১০০ দিনের কর্মী ও ৪২ জন ল্যাব টেক করোনায় আক্রান্ত হয়েছেন।  এ ছাড়াও পুরসভার নিকাশি বিভাগের  জন অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র-সহ মোট ২০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। জল সরবরাহ বিভাগে আক্রান্তের সংখ্যা ছয় ইঞ্জিনিয়র-সহ ৪৫।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid 19: কলকাতা পুরসভায় করোনা আক্রান্ত ৬০০-এর বেশি কর্মী, রোজই বাড়ছে সংখ্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement