Maniktala By Election: আচমকা কুণালকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! কী 'কথোপকথন'? অডিও ফাঁস হতেই শোরগোল মানিকতলায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Maniktala By Election: ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে। এরইমধ্যে নাটকীয় ঘটনা ঘিরে তোলপাড় পরে গেল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। এমনটাই দাবি তৃণমূল সূত্রে।
কলকাতা: রাত পোহালেই উপনির্বাচন। আগামিকাল বুধবারই ফের ভোট রাজ্যে। ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে। এরইমধ্যে নাটকীয় ঘটনা ঘিরে তোলপাড় পরে গেল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। এমনটাই দাবি তৃণমূল সূত্রে।
টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে শহরে। তৃণমূল সূত্রে দাবি, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়েছে ওই টেলিফোনিক কথোপকথনে। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব এআইএফএফ সভাপতির। যদিও সেই প্রস্তাব কুণাল ঘোষ প্রত্যাখ্যান করেছেন বলেই দাবি তৃণমূলের তরফে। এই অডিও কথোপকথনের কোনওরকম সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ 18 বাংলা।
advertisement
advertisement
অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝেই অনৈতিকভাবে পরোক্ষে ‘ঘুষ দেওয়ার’ কথা বলছেন কল্যাণ চৌবে। সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হল মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষকে। কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 4:33 PM IST