মানিক ভট্টাচাৰ্যর বাড়িতে কার চিঠির হদিস? ছেলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

Manik Bhattyacharya: মানিক ভট্টাচাৰ্য  এদিন এজলাসে কাঠগড়ায় ভিতরে বেঞ্চে বসে পুরো শুনানি শোনেন। তবে মুখে চোখে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ২৫ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

ইডির জালে মানিক ভট্টাচার্য
ইডির জালে মানিক ভট্টাচার্য
#কলকাতা :  শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে মানিক ভট্টাচার্য গ্রেফতারের পর আদালতে শুনানিতে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। ইডির আইনজীবীর দাবি আদালতের কাছে, মানিকের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি চিঠি পাওয়া যায়। যে চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে কেউ চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন টাকার বিনিময়ে চাকরির বিষয়ে।  ৪৪ জনের চাকরির জন্য মাথা প্রতি ৭ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সিএমের কাছে পাঠানো চিঠি, মানিক ভট্টাচাৰ্যর বাড়িতে কী করে এল? এই নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ করেন ইডির আধিকারিকরা।
ইডির আইনজীবী আরও অভিযোগ, ২ কোটি ৬৪ লক্ষ টাকা মানিকের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হদিস মিলেছে। ৫১৪ ইনস্টিটিউট প্রতিটা কলেজ (বিএড, বিএ ) ৫০ হাজার টাকা দিয়েছিল  পরিকাঠামোগত উন্নয়ন ও সার্ভিস প্রভাইড জন্য মানিকের ছেলেকে। মানিকের ছেলের নামে বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের সঙ্গে  ওই কলেজ গুলি চুক্তি বদ্ধ হয়। কিন্তু কোটি কোটি টাকা দিলেও  কোনো সার্ভিস প্রভাইড করেননি। এটি একটি ড্রামি ট্রানসাকশান। ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফাই করে দেখা গিয়েছে এই কোটি কোটি টাকা মানিকের ছেলের অ্যাকাউন্টে রয়েছে।মানিকের বেশ কিছু জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখান প্রচুর কোটি কোটি টাকা রয়েছে। এই টাকার উৎস কী? কেন 'আননোন' পারসনদের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট?
advertisement
advertisement
ইডির আরও অভিযোগ,মানিকের  বাড়ি থেকে দুটো সিডি উদ্ধার হয়েছে। তার মধ্যে দুটো ফোল্ডার। ৬১ জন চাকরি প্রাথীদের মধ্যে ৫৫ জন বেআইনি ভাবে নিয়োগ হয়, সেই নামের তালিকা রয়েছে। কিভাবে সিডি মানিকের কাছে এল? সদুত্তর দিতে পারেননি মানিক ভট্টাচাৰ্য। ইডির দাবি, সোমবার রাত ১১.৫৯ মিনিটে গ্রেপ্তার করে ইডি মানিক ভট্টাচাৰ্যকে। গ্রেফতার মেমো দেওয়া হয়েছিল। কিন্তু মানিক ভট্টাচাৰ্য তা গ্রহণ করেননি। রাতে  গ্রেফতারির পর মানিকের ছেলেকে ডাকা হয়। সিসি ক্যামেরা ফুটেজ আছে। কিন্তু ছেলে আসেননি।
advertisement
এরপরেই ইডির হেফাজতের জন্য আবেদন করেন ইডি আইনজীবী। ইডির অভিযোগ, অনেকেই গভর্মেন্ট কলেজে চাকরি পায়নি যোগ্য প্রাথীরা বঞ্চিত হয়েছে, কারণ টাকা দিতে পারেননি। আর যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা অযোগ্য প্রাথী। তারা কোয়ালিফাই করেনি পরীক্ষায়। লক্ষ্মী পুজোর সময় দেখা গিয়েছে যাঁরা রাস্তায় ধর্ণা দিচ্ছেন সেসব প্রাথীরা চাইছেন ন্যায় বিচার। যাঁরা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি পান ইডি ইতিমধ্যে ব্যাঙ্কের নথি বাজেয়াপ্ত করেছে। মানিক ভট্টাচার্যের ছেলের ব্যাঙ্ক ও নথি সংগ্রহ করেছে।
advertisement
পাল্টা মানিকের আইনজীবির দাবি, সোমবার সকাল ১০ টায় গিয়েছিলেন মানিক। সারারাত ওখানেই ছিলেন। সমন ইস্যু করা হয়েছিল। কারণ ডকুমেন্টস ক্লারিফিকেশনের জন্য মানিক ভট্টাচার্যকে ডাকা হয়।.ইডির দাবি, তদন্তে অসহযোগিতা করেছেন মানিক ভট্টাচার্য। অথচ তাঁর আইনজীবীর দাবি ইডি ১০ /১২ ঘণ্টা বেশি জেরা করেছে মানিককে। চার্জেশিটও দেওয়া হয়েছে। মূল মামলাটি দেখছে সিবিআই। মানিক ৬ বার অফিসে গিয়েছে। তাই অসহযোগিতা প্রশ্ন নেই। এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে প্রতিটা পেমেন্ট চেকে হয়েছে। কোনো নগদ লেনদেন নেই। মানিকের পরিবার পার্সোনাল কাজে  ব্যবহার করেনি। কাজ পেন্ডিং আছে। মানিকের আইনজীবির দাবি, মানিক ৬ বার ১০ ঘণ্টা করে  জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন।
advertisement
মানিক ভট্টাচার্যের আইনজীবীর আবেদন,  সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সত্বেও, কী করে গ্রেফতার করা হল তাঁকে? কোনও জাগলারি সিচুয়েশন তৈরি হয়েছে এর ফলে। মানিককে যত বার ডেকেছে গিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডারের কপিও ইডিকে দিয়েছেন। ইডি গ্রেফতারের কথা জানায়নি। তাঁদের পাল্টা চ্যালেঞ্জ, ইডি যদি দাবি করে তাহলে তাঁরা সিসি ক্যামেরা ছবি দেখাক যে মানিক ভট্টাচাৰ্য সহযোগিতা করেননি। মঙ্গলবার বেলা ১ টায় মানিকের স্ত্রী একটি ই-মেইল করেন ইডিকে, 'স্বামী কোথায়'?  জানাচ্ছেন না কেন?' ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের সময় সিএমকে ফোন করেছিলেন। আর মানিক ভট্টাচাৰ্য গ্রেফতারের পর arrest মেমো নেননি। তাঁর ছেলেকে মানিক ভট্টাচাৰ্য গ্রেফতারির পর জানানো হয়েছিল। যদিও উনি আসেননি।
advertisement
দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ২৫ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। সিটি সেশন কোর্টএর অ্যাক্টিং চিফ জজ এর অন্নদা শংকর মুখোপাধ্যায় এর এজলাসে  শুনানি হয় মঙ্গলবার। মানিক ভট্টাচাৰ্য  এদিন এজলাসে কাঠগড়ায় ভিতরে বেঞ্চে বসে পুরো শুনানি শোনেন। তবে মুখে চোখে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। এরপর আদালত থেকে cgo তে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
মানিক ভট্টাচাৰ্যর বাড়িতে কার চিঠির হদিস? ছেলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! চাঞ্চল্যকর অভিযোগ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement