Manik Bhattacharya: ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক

Last Updated:

Manik Bhattacharya: টেট দুর্নীতি মামলায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হাজিরার নির্দেশ দিয়েছিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেলেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য্য। বুধবার সকাল থেকে প্রায় ১৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ভট্টাচার্যকে। তার পর প্রায় মধ্যরাতের পর বেরিয়ে যান মানিক ভট্টাচার্য। টেট-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এই পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক।
টেট দুর্নীতি মামলায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হাজিরার নির্দেশ দিয়েছিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে ইডির দফতরে পৌঁছে যান মানিক। এর আগেও একাধিক বার ইডির কাছে ডাক পড়েছিল মানিকের। প্রতিবারই হাজিরা দিয়েছিলেন তিনি। এ দিনও হাজিরা দেন। সেই সময়ে শোনা যায় পার্থ ও অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে মানিককে। বুধবার অবশ্য তা হতে দেখা যায়নি।
advertisement
advertisement
এসএসসি-র মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে৷ গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেই কারণেই দু' জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে শোনা যায়৷ যদিও তা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement