ফেসবুকে মহিলার ভুয়ো অ্যাকাউন্ট খুলে এসকর্ট সার্ভিসের প্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

ফেসবুক থেকে মহিলাদের ছবি ডাউনলোড ৷ এরপর সেই ছবি দিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেক্স সার্ভিসের চমকপ্রদ অফার ৷

#কলকাতা: ফেসবুক থেকে মহিলাদের ছবি ডাউনলোড ৷ এরপর সেই ছবি দিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেক্স সার্ভিসের চমকপ্রদ অফার ৷ এমনটাই অভিযোগ উঠল তপসিয়ার বাসিন্দা মহম্মদ রাজিলের বিরুদ্ধে ৷
ঘটনার সূত্রপাত ২০১৭-র সেপ্টেম্বর মাসে ৷ বাগুইহাটির বাসিন্দা এক তরুণী গত বছর সেপ্টেম্বরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ৷ তার দাবি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ছবি ডাউনলোড করা হচ্ছে ৷ এরপর সেই ছবি দিয়েই ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকার বিনিময়ে যৌনতার অফার দেওয়া হচ্ছে ৷ ওই তরুণী তারই এক বন্ধুর কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারেন ৷ এরপরই সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী ৷
advertisement
advertisement
অবশেষে, ১০ মাস পর তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল তপসিয়া থানার পুলিশ ৷ আজ, বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হয় অভিযুক্তকে । ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
যদিও অভিযোগকারিনীর দাবি, রাজিল ছাড়াও আরও বেশ কয়েকজন এই ঘৃণ্য ঘটনাটির সঙ্গে যুক্ত রয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজ করতে ধৃতদের জেরা করছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফেসবুকে মহিলার ভুয়ো অ্যাকাউন্ট খুলে এসকর্ট সার্ভিসের প্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement