Tiger Attack: বাঘের কামড়ে মৃত্যু! হাইকোর্টের নির্দেশে কত টাকা ক্ষতিপূরণ পাবে পরিবার

Last Updated:

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামড়ে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বাসুদেব বৈদ্যের।

News18
News18
কলকাতা: সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামড়ে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বাসুদেব বৈদ্যের। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্ষতিপূরণ পেতে চলেছে মৃত বাসুদেবের পরিবার। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ রাজ্যের নিয়ম অনুযায়ী আট সপ্তাহের মধ্যে মৃতের স্ত্রীকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ রাজ্যের বন দফতরকে।
স্বামীর মৃত্যুর পরে ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভানুমতি বৈদ্য। তার আইনজীবী মানবেন্দ্র বন্দোপাধ্যায় ও মোশারফ হোসেন জানান যে, সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হন বাসুদেব।
advertisement
advertisement
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আইনজীবীদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র এবং ময়নাতদন্তের রিপোর্টে বাঘের কামড়ে মৃত্যুর উল্লেখ থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের আর্জি খারিজ করে বন দফতর।
advertisement
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিংহ, মামলাকারী ভানুমতি বৈদ্যকে রাজ্যের নিয়ম মাফিক বাঘের কামড়ে মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর আগেও বাঘের কামড়ে মৃত্যুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাঘে টেনে নিয়ে গিয়ে মৃত্যু এবং দেহ উদ্ধার করা সম্ভব না হলে সেক্ষেত্রেও ক্ষতিপূরণের নিদান দিয়েছে হাইকোর্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tiger Attack: বাঘের কামড়ে মৃত্যু! হাইকোর্টের নির্দেশে কত টাকা ক্ষতিপূরণ পাবে পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement