#কলকাতা: বান্ধবীর সঙ্গে নিজস্ব গন্তব্যে যাচ্ছিলেন। ফোন আসায় বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলে নিতে চাইছিলেন। সেটাই কাল হল। উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় মা সেতু থেকে ছিটকে নীচে পড়ে গেলেন এক যুবক। আশঙ্কাজজনক অবস্থায় তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর যুবকের নাম শুভময় মৈত্র। এদিন তিনি সায়েন্স সিটি থেকে মা সেতুর দিকে যাচ্ছিলেন উড়ালপুলে উঠে ফোন ধরতে বাইক দাঁড় করাতেই ওই বিপত্তি। একটি তার চাকার গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। সোজা নীচে পড়ে যান তিনি। তাঁর পাশে তাঁর বান্ধবীও ছিলেন। তিনিও চোট পেয়েছেন তবে তাঁর চোট ততটা জোরালো নয়।তবে মানসিক ভাবে পুরোপুরি বিধ্বস্ত তিনি।
ঘটনায় হকচকিয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরাও। হুলুস্থুলের জেরে সাময়িক ভাবে যান চলাচলও স্তব্ধ হয়ে যায় ওই এলাকায়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maa Flyover