মান্নানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

শনিবার বিরোধী নেতা মান্নানকে দেখতে হাসপাতালে গিয়ে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: শনিবার বিরোধী নেতা মান্নানকে দেখতে হাসপাতালে গিয়ে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আব্দুল মান্নান ৷ হাসপাতালে গিয়ে বিরোধী দলনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ৷এদিন সবমিলিয়ে হাসপাতালে ৭ মিনিট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মান্নানের কেবিনে ছিলেন দেড় মিনিট ৷ চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন চিকিৎসকরা ৷ কয়েকদিনের মধ্যেই মান্নানকে ছাড়া হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মান্নানের কেবিনে গিয়ে অসুস্থ বিরোধীনেতা তিনি বলেন, ‘ কেমন আছেন? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’ ৷ পাশাপাশি চিকিৎসকদের জানান, ‘উনি অসুস্থ ওনাকে বিরক্ত করা উচিত হবে না’ ৷সম্পত্তি ভাঙচুর বন্ধে নতুন আইন আনতে গিয়ে উত্তেজনা ছড়ায় বিধানসভায় ৷তর্কাতর্কি থেকে ঘটনা গড়াল হাতাহাতিতে। কক্ষ থেকে বেরতে অস্বীকার করায় বিরোধী দলনেতাকে মার্শাল ডেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ ৷ এতে বাধা দেওয়ায় মার্শাল ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কং বিধায়করা ৷ এরই মাঝে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান ৷ এরপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। হৃদরোগ বিশেষজ্ঞ শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ৪ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

    First published:

    Tags: Abdul Mannan, Abdul Mannan Hospitalised, Assembly Chaos, Bengali News, Left Front, Mamata Went To Meet Abdul Mannan, Opposition Leader