Nabanna: পঞ্চায়েত-পুরসভায় ‘যা ইচ্ছে তাই’ ট্যাক্স! এবার কড়া নির্দেশ গেল নবান্ন থেকে..মুখ্যমন্ত্রী বলার পরেই শুরু তৎপরতা

Last Updated:

সম্প্রতি, অভিযোগ উঠছিল, কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ বা পুরসভা ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে। যা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গিয়েছে বলে নবান্নে অভিযোগ এসেছিল বলে সূত্রের খবর।

News18
News18
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর নবান্ন। এবার সাফ জানিয়ে দেওয়া হল, নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোনও কর বা ফি সাধারণ মানুষের উপর চাপাতে পারবে না। কর বা ফি ধার্য করে তুলতেও পারবে না। এক্ষেত্রে অর্থ দফতর থেকে অনুমতি নিতে হবে। জেলাশাসক ও বিডিওদের গাইডলাইন হিসাবে এই নির্দেশিকা পাঠাল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর।
সম্প্রতি, অভিযোগ উঠছিল, কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ বা পুরসভা ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে। যা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গিয়েছে বলে নবান্নে অভিযোগ এসেছিল বলে সূত্রের খবর।
advertisement
advertisement
এই ধরনের ফি বা কর-এর নামে অনুমতি ছাড়া টাকা তুললে তা সরকারি নির্দেশিকাকে অমান্য করে নেওয়া হচ্ছে বলে ধরা হবে বলে সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। বিডিও, জেলা শাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে দেওয়া হয়েছে কড়া নির্দেশ। বিভিন্ন জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ড. মনোজ পন্ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: পঞ্চায়েত-পুরসভায় ‘যা ইচ্ছে তাই’ ট্যাক্স! এবার কড়া নির্দেশ গেল নবান্ন থেকে..মুখ্যমন্ত্রী বলার পরেই শুরু তৎপরতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement