Mamata On Kultali: 'আমি চাই পুলিশ ৩ মাসে ফাঁসির সাজা দিক...', কুলতলি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা

Last Updated:

Mamata On Kultali: 'ক্রাইম ইস ক্রাইম কোনও ধর্ম নেই জাতি নেই।' আলিপুর বডি গার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি চাই কুলতলির ঘটনাতে পুলিশ ৩ মাসে সব করে ফাঁসির সাজা দেবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ‘ক্রাইম ইস ক্রাইম কোনও ধর্ম নেই জাতি নেই।’ আলিপুর বডি গার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি চাই কুলতলির ঘটনাতে পুলিশ ৩ মাসে সব করে ফাঁসির সাজা দেবে। একইসঙ্গে টিভি সিরিয়ালে অপরাধ দেখানো নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর কথায়, “যত সিরিয়াল দেখবেন, ক্রাইম দেখায়। কীসের জন্য ক্রাইম দেখানো হবে? আমি বলি করবেন না।”
মমতা এদিন বলেন, “ক্রাইম ইস ক্রাইম। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।”
advertisement
advertisement
আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই শুক্রবার জয়নগরে চতুর্থ শ্রেণিতে পাঠরত এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ফের তোলপাড় পরে গিয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনার তিনদিনের মাথায় আজ রবিবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
রবিবার মমতা বলেন, “দু’একটা ঘটনা কখনও-কখনও ঘটে গেলে চিৎকার-চেঁচামেচি হাহাকার বেশি হয়। তা হওয়া উচিৎ। অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনা ঘটে তখন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখে অনেকে। একটা প্রতিবাদ করে না।” ফেক ভিডিয়ো ছড়ানো নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ভিডিয়োতে বসে ব্যবসা করছেন, তাদের মনে হয় না যে ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না। যারা রাস্তায় আন্দোলন করেন আমি সমর্থন করি তাদের। তবে এটাও প্রচার করুন ইউটিউবে যে খারাপ ভিডিয়ো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে? আপনাদের দায়বদ্ধতা নেই? যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না। তবে ক্রাইম সিন এত দেখানোর কী আছে?”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata On Kultali: 'আমি চাই পুলিশ ৩ মাসে ফাঁসির সাজা দিক...', কুলতলি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement