Mamata Banerjee: নবান্নে ঢুকেই আমচকা এ কোথায় গেলেন মমতা! চরম ক্ষুব্ধ, ফাঁকা চেয়ারেও উষ্মা
- Published by:Suman Biswas
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে হতচকিত হয়ে পড়েন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের কর্মীরা। চেয়ার ছেড়ে উঠেও দাঁড়ান সকলে।
কলকাতা: ডিএ নিয়ে প্রতিবাদে এমনিতেই চাপে রাজ্য সরকার। সরকারি কর্মীদের একাংশ এখনও প্রতিবাদ, ধর্নায় রয়েছেন। এই পরিস্থিতিতে নবান্ন পরিদর্শনে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দিন নবান্নে পৌঁছেই ১৪তায় নিজের চেম্বারে চলে যান মুখ্যমন্ত্রী। তবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছেই যান পাঁচ তলায়। ঘুরে দেখেন ওই স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর।
কিন্তু সেই দুই দফতর পরিদর্শন করে বিরক্তও হন মুখ্যমন্ত্রী। ওই দুই দফতরে দুপুর ১২টা পর্যন্ত কর্মীদের হাজিরা দেখে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। প্রশ্ন করেন ‘বেশিরভাগ চেয়ার ফাঁকা কেন?’ সেই সময় ওই দুই দফতরে কর্মীদের হাজিরা ছিল মোট ২৫%।
advertisement
advertisement
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে হতচকিত হয়ে পড়েন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের কর্মীরা। চেয়ার ছেড়ে উঠেও দাঁড়ান সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেই অবশ্য উষ্মা প্রকাশ করেন। যদিও দফতরের কর্মীদের কাছ থেকে জানতে চান যে, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। বুধবার এত কর্মী সংখ্যা কম কেন? সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।
advertisement
মিনিট দশেক পাঁচ তলায় কাটিয়ে নবান্নের ১৪ তলায় নিজের ঘরে চলে যান মুখ্যমন্ত্রী। হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এমন পরিদর্শন? নবান্ন সূ্ত্রে খবর, স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের বিরুদ্ধে কিছু অভিযোগ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু তিনি যে দফতরে যাবেন, তা কেউ বুঝতে পারেননি। এছাড়া, রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের ডাকে ধর্মঘটের দিন ওই দুই দফতরে কর্মী উপস্থিতিও কম ছিল যথেষ্টই। এসবের পরই মুখ্যমন্ত্রীর ওই দফতরে আচমকা পরিদর্শন বেশ ইঙ্গিতপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 4:49 PM IST