টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, আশুতোষে গিয়ে বললেন মমতা

Last Updated:

কলেজে ভর্তি প্রক্রিয়া চলাকালীন তোলাবাজি রুখতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ যদিও আগেও একাধিকবার এ নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ৷ কলেজগুলিকে সতর্কও করেছিলেন একাধিকবার ৷ তবে এবার সম্মুখ সমরে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷

#কলকাতা: কলেজে ভর্তি প্রক্রিয়া চলাকালীন তোলাবাজি রুখতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ যদিও আগেও এ নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ৷ কলেজগুলিকে সতর্কও করেছিলেন বারবার ৷ তবে এবার সম্মুখ সমরে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ এ দিন ছাত্র ভর্তি শুরু হতেই সোজা আশুতোষ কলেজে গিয়ে হাজির হলেন তিনি ৷ এদিন বেলা ১১টা নাগাদ কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে হঠাৎই আশুতোষ কলেজে হানা দেন মুখ্যমন্ত্রী ৷ এই কলেজের মর্নিং বিভাগ যোগোমায়াদেবী কলেজের প্রাক্তন ছাত্রী মমতা ৷
কলেজে ঢুকেই অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তিনি ৷ সেখানে গিয়ে বলেন, ‘‘টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ৷ কেউ যেন ভর্তিতে বাধা না পায় ৷’’
advertisement
কলেজ থেকে বেরিয়ে এসে সংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখানে অনলাইন ডেস্কে গিয়েছি ৷ কারও কোনও অভিযোগ নেই ৷ ব্যক্তিগতভাবে কেউ কিছু করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷’’ প্রসঙ্গত মমতা বলেন, ‘‘আমিও ৭-৮ বছর এখানে ছিলাম ৷ ছাত্র রাজনীতি করেছি ৷ তখনও আমরা সকলকে সাহায্য করেছি ৷’’
advertisement
গত কয়েকদিন ধরেই কলেজে কলেজে তোলাবাজির অভিযোগ উঠছে ৷ অভিযোগ, কলেজের গেটে ভিড় করে নতুন পড়ুয়াদের কাছ থেকে আসন পিছু টাকা চাওয়া হচ্ছে ৷ এই কাণ্ডে বারংবার নাম জড়িয়ে গিয়েছে ছাত্র সংগঠনের ৷ আজ সকালে তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
advertisement
তোলাবাজির ঘটনা বন্ধ করতে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেন মুখ্যমন্ত্রী ৷ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷ কিছুদিন আগে মণীন্দ্র কলেজেও তোলাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, আশুতোষে গিয়ে বললেন মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement