টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, আশুতোষে গিয়ে বললেন মমতা

Last Updated:

কলেজে ভর্তি প্রক্রিয়া চলাকালীন তোলাবাজি রুখতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ যদিও আগেও একাধিকবার এ নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ৷ কলেজগুলিকে সতর্কও করেছিলেন একাধিকবার ৷ তবে এবার সম্মুখ সমরে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷

#কলকাতা: কলেজে ভর্তি প্রক্রিয়া চলাকালীন তোলাবাজি রুখতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ যদিও আগেও এ নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ৷ কলেজগুলিকে সতর্কও করেছিলেন বারবার ৷ তবে এবার সম্মুখ সমরে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ এ দিন ছাত্র ভর্তি শুরু হতেই সোজা আশুতোষ কলেজে গিয়ে হাজির হলেন তিনি ৷ এদিন বেলা ১১টা নাগাদ কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে হঠাৎই আশুতোষ কলেজে হানা দেন মুখ্যমন্ত্রী ৷ এই কলেজের মর্নিং বিভাগ যোগোমায়াদেবী কলেজের প্রাক্তন ছাত্রী মমতা ৷
কলেজে ঢুকেই অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তিনি ৷ সেখানে গিয়ে বলেন, ‘‘টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ৷ কেউ যেন ভর্তিতে বাধা না পায় ৷’’
advertisement
কলেজ থেকে বেরিয়ে এসে সংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখানে অনলাইন ডেস্কে গিয়েছি ৷ কারও কোনও অভিযোগ নেই ৷ ব্যক্তিগতভাবে কেউ কিছু করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷’’ প্রসঙ্গত মমতা বলেন, ‘‘আমিও ৭-৮ বছর এখানে ছিলাম ৷ ছাত্র রাজনীতি করেছি ৷ তখনও আমরা সকলকে সাহায্য করেছি ৷’’
advertisement
গত কয়েকদিন ধরেই কলেজে কলেজে তোলাবাজির অভিযোগ উঠছে ৷ অভিযোগ, কলেজের গেটে ভিড় করে নতুন পড়ুয়াদের কাছ থেকে আসন পিছু টাকা চাওয়া হচ্ছে ৷ এই কাণ্ডে বারংবার নাম জড়িয়ে গিয়েছে ছাত্র সংগঠনের ৷ আজ সকালে তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
advertisement
তোলাবাজির ঘটনা বন্ধ করতে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেন মুখ্যমন্ত্রী ৷ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷ কিছুদিন আগে মণীন্দ্র কলেজেও তোলাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাকার জন্য কারও ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, আশুতোষে গিয়ে বললেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement