১৭টি জায়গায় তল্লাশির পর কলেজে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার জয়পুরিয়ার প্রাক্তন জিএস তিতান
Last Updated:
মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারিতেও যে কাজ হয়নি বোঝা গেল তা ৷ কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷ সোমবার সকালে তিতানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷
#কলকাতা: মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারিতেও যে কাজ হয়নি বোঝা গেল তা ৷ কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷ সোমবার সকালে তিতানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷
পুলিশ সূত্রে খবর, মোট ১৭টি অভিযোগ দায়ের হয়েছে ধৃত তিতানের বিরুদ্ধে ৷ এরপরেই তিতানের খোঁজে মোট ১৭টি জায়গায় হানা দেয় গোয়েন্দারা ৷ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে জয়া দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তিতান ৷
সূত্রের খবর, কলেজে তোলাবাজিকাণ্ডে তিতানের সঙ্গে জড়িত ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের গ্রুপ-ডি কর্মী রাতুল ঘোষও ৷ রাতুলের বাড়িতেও এদিন হানা দেন লালবাজারের আধিকারিকরা ৷ সেখান থেকে প্রচুর নথি, মার্কশিট উদ্ধার হয়েছে ৷
advertisement
advertisement
কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অভিযোগ উঠছে একের পর এক ৷ নতুন ভর্তি হতে আসা পড়ুয়াদের টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠে আসছে বারংবার ৷ বহিরাগতদের দাদাগিরি, প্রাক্তনদের হুমকি লেগেই রয়েছে ৷ তোলাবাজি রুখতে বেশকিছু কলেজে বসেছে পুলিশ পিকেটও ৷ অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই পথেই আরও একধাপ এগোল কলকাতা পুলিশ ৷
advertisement
Location :
First Published :
July 02, 2018 9:55 AM IST