১৭টি জায়গায় তল্লাশির পর কলেজে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার জয়পুরিয়ার প্রাক্তন জিএস তিতান

Last Updated:

মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারিতেও যে কাজ হয়নি বোঝা গেল তা ৷ কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷ সোমবার সকালে তিতানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷

#কলকাতা: মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারিতেও যে কাজ হয়নি বোঝা গেল তা ৷ কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷ সোমবার সকালে তিতানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷
পুলিশ সূত্রে খবর, মোট ১৭টি অভিযোগ দায়ের হয়েছে ধৃত তিতানের বিরুদ্ধে ৷ এরপরেই তিতানের খোঁজে মোট ১৭টি জায়গায় হানা দেয় গোয়েন্দারা ৷ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে জয়া দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তিতান ৷
সূত্রের খবর, কলেজে তোলাবাজিকাণ্ডে তিতানের সঙ্গে জড়িত ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের গ্রুপ-ডি কর্মী রাতুল ঘোষও ৷ রাতুলের বাড়িতেও এদিন হানা দেন লালবাজারের আধিকারিকরা ৷ সেখান থেকে প্রচুর নথি, মার্কশিট উদ্ধার হয়েছে ৷
advertisement
advertisement
কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অভিযোগ উঠছে একের পর এক ৷ নতুন ভর্তি হতে আসা পড়ুয়াদের টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠে আসছে বারংবার ৷ বহিরাগতদের দাদাগিরি, প্রাক্তনদের হুমকি লেগেই রয়েছে ৷ তোলাবাজি রুখতে বেশকিছু কলেজে বসেছে পুলিশ পিকেটও ৷ অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই পথেই আরও একধাপ এগোল কলকাতা পুলিশ ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৭টি জায়গায় তল্লাশির পর কলেজে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার জয়পুরিয়ার প্রাক্তন জিএস তিতান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement