কলেজে ভর্তি হতে গেলে জমা দিতে হবে মার্কশিট, ফোন নম্বর, বহিরাগতদের দাদাগিরি মণীন্দ্রচন্দ্র কলেজে

Last Updated:

কলেজের ভিতরে চলছে ভরতি প্রক্রিয়া। বাইরের গেটে সক্রিয় বহিরাগতরা। পড়ুয়াদের কাছ থেকে জোগাড় করা হচ্ছে ফোন নম্বর , মার্কশিট । নিজেদের কলেজের ছাত্র বলে পরিচয় দিয়েও নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে দে ছুট।

#কলকাতা: কলেজের ভিতরে চলছে ভরতি প্রক্রিয়া। বাইরের গেটে সক্রিয় বহিরাগতরা। পড়ুয়াদের কাছ থেকে জোগাড় করা হচ্ছে ফোন নম্বর , মার্কশিট । নিজেদের কলেজের ছাত্র বলে পরিচয় দিয়েও নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে দে ছুট। একই ছবি মণীন্দ্রচন্দ্র ও জয়পুরিয়া কলেজে। খবরের জেরে মণীন্দ্রচন্দ্রের গেটে বসল পুলিশি নিরাপত্তা ।
এ ছবি উত্তর কলকাতার মণীন্দ্রচন্দ্র কলেজের। স্নাতক স্তরে প্রথম বর্ষে ভরতি চলছে কলেজে । বাইরে রাস্তায় ভিড়। না, পড়ুয়াদের নয়। কয়েকজন যুবকের। কেউ বাইকে বসে। কেউ দাঁড়িয়ে। ভরতি হতে আসা পড়ুয়াদের অভিভাবকরাই তাঁদের টার্গেট।
শুধু রাস্তা নয় । কলেজের গেট আগলে দাঁড়িয়ে বেশ কয়েকজন। কেউ ভরতি হতে আসা ছাত্র ছাত্রীদের ফোন নম্বর নিচ্ছে। তো কেউ দেখতে চাইছেন মার্কশিট। প্রশ্নের উত্তরে নিজেদের কলেজের ছাত্র বলেই পরিচয় দিচ্ছে ।
advertisement
advertisement
নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে কেউ আবার কথা বলতে বলতেই বাইক ফেলে দে দৌড় ৷ এরা সকলেই বহিরাগত। দাবি করলেন কলেজের টিএমসিপির কালচারাল সেক্রেটারি তন্ময় ঘোষের।
শিক্ষা দফতরের নির্দেশিকা মত কলেজের গেটে থাকার কথা কলেজের প্রতিনিধি ও পুলিশের। কিন্তু না । তাঁদের বদলে কলেজ জুড়ে দেখা গেল এমনই কয়েকজনকে।
advertisement
একই ছবি জয়পুরিয়া কলেজেও। এদিন কলেজে তৃতীয় পর্যায়ের মেধা তালিকা বের হয় । সেখানেও কলেজের বাইরে ছাত্রদের সঙ্গে কথা বলতে দেখা গেল বেশ কয়েকজনকে। ক্যামেরা দেখে অবশ্য কথা বলার দাবি উড়িয়ে দিলেন তাঁরা।
advertisement
কারা এরা? সত্যি ছাত্র? না কী বহিরাগত? ছাত্র হলে ভরতি হতে আসা পড়ুয়াদের ফোন নম্বর, মার্কশিটে তাদের কী কাজ? প্রতিক্রিয়া মেলেনি কলেজ অধ্যক্ষের।
এক সপ্তাহ আগেই টাকা নিয়ে ভরতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবু বদলায়নি ছবিটা । নিউজ18 বাংলার খবরের জেরে শুরু হয় তৎপরতা ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলেজে ভর্তি হতে গেলে জমা দিতে হবে মার্কশিট, ফোন নম্বর, বহিরাগতদের দাদাগিরি মণীন্দ্রচন্দ্র কলেজে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement