ভর্তির বদলে পড়ুয়াদের থেকে টাকা চেয়ে কাঠগড়ায় মণীন্দ্র কলেজ, গ্রেফতার ২

Last Updated:

রেজাল্টের ভিত্তিতে নয় ৷ কলেজে ভর্তি হতে গেলে দিতে হবে নগদ টাকা ৷ টাকা দিতে না চাইলে খুনের হুমকিও দেওয়া হয় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

#কলকাতা: রেজাল্টের ভিত্তিতে নয় ৷ কলেজে ভর্তি হতে গেলে দিতে হবে নগদ টাকা ৷ টাকা দিতে না চাইলে খুনের হুমকিও দেওয়া হয় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত দুই ব্যক্তির নাম রীতেশ জয়সওয়াল ও লালসাহেব গুপ্তা ৷ মণীন্দ্র কলেজের সামনে থেকে ধৃতদের গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, কলেজে ভর্তির জন্য বেশ কয়েকদিন আগেই সঞ্জীব দাস মণীন্দ্র কলেজে যান ৷ সেখানেই রীতেশ এবং লালসাহেবের সঙ্গে আলাপ হয় সঞ্জীবের ৷ কলেজে ভর্তি হওয়ার নিয়মকানুন নিয়ে দু’জনের সঙ্গে কথা বলতে শুরু করেন সঞ্জীব ৷ এরপরই ওই দুই অভিযুক্ত সঞ্জীবে কাছে টাকা দাবি করে ৷ মোটা নগদ টাকার বিনিময়ে কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় ওই দুই অভিযুক্ত ৷ কিন্তু এরপরই প্রতিবাদ জানাতে শুরু করেন সঞ্জীব ৷ কিন্তু ওই দুই অভিযুক্তও নাছোড়বান্দা হয়ে পড়ে ৷ তারা মোটা টাকার দাবি জানিয়ে বারবার ফোন করতে থাকে সঞ্জীব এবং তার পরিবারকে ৷ এমনকী, পুলিশে জানালেও খুনের হুমকি দেওয়া হয় সঞ্জীবকে ৷ এমনটাই দাবি করেন সঞ্জীব ৷ ধৃত রীতেশ শ্রীশচন্দ্র কলেজের পড়ুয়া ৷ অন্যদিকে, লালসাহেব শ্রীশচন্দ্র কলেজের প্রাক্তনী ৷
advertisement
মণীন্দ্র কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ পুলিশের কড়া নজরদারি কলেজের গেটেও ৷ পড়ুয়াদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে কলেজে ঢোকার আগে ৷ ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগও ৷ রীতেশ এবং লালসাহেব ছাড়া আর কেউ এমন ঘটনায় জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তির বদলে পড়ুয়াদের থেকে টাকা চেয়ে কাঠগড়ায় মণীন্দ্র কলেজ, গ্রেফতার ২
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement