ভর্তির বদলে পড়ুয়াদের থেকে টাকা চেয়ে কাঠগড়ায় মণীন্দ্র কলেজ, গ্রেফতার ২

Last Updated:

রেজাল্টের ভিত্তিতে নয় ৷ কলেজে ভর্তি হতে গেলে দিতে হবে নগদ টাকা ৷ টাকা দিতে না চাইলে খুনের হুমকিও দেওয়া হয় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

#কলকাতা: রেজাল্টের ভিত্তিতে নয় ৷ কলেজে ভর্তি হতে গেলে দিতে হবে নগদ টাকা ৷ টাকা দিতে না চাইলে খুনের হুমকিও দেওয়া হয় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত দুই ব্যক্তির নাম রীতেশ জয়সওয়াল ও লালসাহেব গুপ্তা ৷ মণীন্দ্র কলেজের সামনে থেকে ধৃতদের গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, কলেজে ভর্তির জন্য বেশ কয়েকদিন আগেই সঞ্জীব দাস মণীন্দ্র কলেজে যান ৷ সেখানেই রীতেশ এবং লালসাহেবের সঙ্গে আলাপ হয় সঞ্জীবের ৷ কলেজে ভর্তি হওয়ার নিয়মকানুন নিয়ে দু’জনের সঙ্গে কথা বলতে শুরু করেন সঞ্জীব ৷ এরপরই ওই দুই অভিযুক্ত সঞ্জীবে কাছে টাকা দাবি করে ৷ মোটা নগদ টাকার বিনিময়ে কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় ওই দুই অভিযুক্ত ৷ কিন্তু এরপরই প্রতিবাদ জানাতে শুরু করেন সঞ্জীব ৷ কিন্তু ওই দুই অভিযুক্তও নাছোড়বান্দা হয়ে পড়ে ৷ তারা মোটা টাকার দাবি জানিয়ে বারবার ফোন করতে থাকে সঞ্জীব এবং তার পরিবারকে ৷ এমনকী, পুলিশে জানালেও খুনের হুমকি দেওয়া হয় সঞ্জীবকে ৷ এমনটাই দাবি করেন সঞ্জীব ৷ ধৃত রীতেশ শ্রীশচন্দ্র কলেজের পড়ুয়া ৷ অন্যদিকে, লালসাহেব শ্রীশচন্দ্র কলেজের প্রাক্তনী ৷
advertisement
মণীন্দ্র কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ পুলিশের কড়া নজরদারি কলেজের গেটেও ৷ পড়ুয়াদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে কলেজে ঢোকার আগে ৷ ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগও ৷ রীতেশ এবং লালসাহেব ছাড়া আর কেউ এমন ঘটনায় জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তির বদলে পড়ুয়াদের থেকে টাকা চেয়ে কাঠগড়ায় মণীন্দ্র কলেজ, গ্রেফতার ২
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement