Mamata Banerjee on Subrata Mukherjee: সুব্রত মুখোপাধ্যায় তখন মেয়র, মমতা ফিরে গেলেন নিজাম প্যালেসের সেই ৩ দিনের ঘটনায়...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Subrata Mukherjee: মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে তুলে আনেন কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা।
#কলকাতা: কলকাতার মেয়র হিসেবে ফের ফিরহাদ হাকিমেই (Firhad Hakim) ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি মেয়র করা হল অতীন ঘোষকে। একইসঙ্গে চেয়ারম্যান করা হল সাংসদ মালা রায়কে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এদিন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। সেই ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে তুলে আনেন কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Mamata Banerjee on Subrata Mukherjee) কথা।
এদিন দলের নব নির্বাচিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। স্বাগত জানান বিরোধী দলের জয়ীদেরও। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সুব্রত মুখোপাধ্যায়কে আজ খুব মিস করছি। তিনি যখন মেয়র হলেন, সেই বার বোর্ড গঠনের আগে নিজাম প্যালেসে কাউন্সিলরদের টানা তিনদিন রাখতে হয়েছিল। যাতে ছিনিয়ে না নেয়। আমাদের সংখ্যাও কম ছিল। আজ মিস করছি সুব্রত দাকে। সুব্রত দার চলে যাওয়া আমাদের কাছে গ্রেট লস।''
advertisement
advertisement
চলতি বছর কালীপুজোর দিন প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী হিসেবে যতটা না তাঁর কাজ প্রশংসিত হয়েছে, কলকাতার মেয়র থাকাকালীন সুব্রত মুখোপাধ্যায়ের নানান পদক্ষেপ আরও বেশি আলোড়ন তুলেছিল। কলকাতার মহানাগরিক হিসেবে তাঁর কর্মকালকে পুরসভার স্বর্ণযুগও বলে থাকেন অনেকেই। সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এদিন নব নির্বাচিত কাউন্সিলরদের সামনে তুলে ধরে একপ্রকার বার্তাই দিলেন তৃণমূল নেত্রী।
advertisement
এদিন নতুন জয়ীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সবাইকে হয়তো জায়গা দিতে পারব না। ৪০ জন নতুন মুখ এসেছে জিতে। তাদের সবাইকে ভালো করে কাজ শিখতে হবে। কাজ করতে হবে। মনে রাখবেন ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে। খারাপ কাজ করলে ভুল বার্তা যাবে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2021 3:23 PM IST