পাখির চোখ উনিশের ভোট, উনিশের ব্রিগেড ! দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বার্তা তৃণমূলনেত্রীর

Last Updated:
#কলকাতা: পাখির চোখ উনিশের ভোট। পাখির চোখ উনিশের ব্রিগেড। দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করতে একগুচ্ছ বার্তা তৃণমূলনেত্রীর।
’১৯কে পাখির চোখ করে উনিশে জানুয়ারি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ব্রিগেড সমাবেশ। তার আগে, শুক্রবার নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে, নেতা-কর্মীদের কোমর বেঁধে ঝাপানোর একাধিক দাওয়াই দিলেন তৃণমূলনেত্রী, '' প্রতিটি বুথে তিরিশটি দেওয়াল লিখতে হবে। এই দায়িত্ব নিতে হবে ছাত্র যুবকে। বেশ করে প্রচার করতে হবে। নিজের ছবি দিয়ে প্রচার নয়। আমারও ছবি নয়। একটাই পোস্টার লাগাতে হবে যা দল করে দেবে।
advertisement
২০১৯ লোকসভা ভোটের মুখে দলীয় কোন্দল যে কোনও ভাবেই বরদাস্ত করবেন না, তাও এ দিন ফের স্পষ্ট করে দেন তৃণমূলনেত্রী-- '' যাঁরা ভুল বুঝে দূরে সরে আছেন তাঁদের ডেকে আনুন। যাঁরা দুর্দিনে ছিলেন এখন যাঁরা মাথা নীচু করে আছেন তাঁদের ডেকে আনুন। নতুনদেরও কাজের সুযোগ দিন। বামপন্থীদের মধ‍্যে ভাল থাকলে টেনে আনুন।''
advertisement
advertisement
শুধু পশ্চিমবঙ্গই নয়, ২০১৯’র মহারণের আগে অন‍্য রাজ‍্যেও শক্তি বাড়াতে চাইছেন তৃণমূলনেত্রী, '' প্রত‍্যেক স্টেটকে গুরুত্ব দিতে হবে। মাসে একটা করে আমাকে রিপোর্ট দেবেন। দলকে ভাল করে সাজাতে হবে, দল না থাকলে কেউ থাকবে না।  খোঁজ রাখুন কারা অস্ত্র নিয়ে ঢুকছে, কারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ! থানায় খবর দিন ! পুরস্কৃত করব।''
advertisement
১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশকে মোদি বিরোধীদের মঞ্চে পরিণত করতে চাইছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তৃণমূলনেত্রীর দাবি, যে সব বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের প্রায় সকলেই ব্রিগেডে থাকবে বলে জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাখির চোখ উনিশের ভোট, উনিশের ব্রিগেড ! দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বার্তা তৃণমূলনেত্রীর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement