Mamata Banerjee on Durga Puja: এবারের দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা, যুক্ত হবে গোটা বাংলা! ঘোষণা মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Durga Puja: চলতি বছরের দুর্গাপুজো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
#কলকাতা: ২০২১ সালের ২ মে রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় এসেও, কোভিড সংক্রমণের কারণে রাজ্যের আধিকারিকদের নিয়ে সশরীরে বৈঠকে বসতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২০ সালে করোনা অতিমারির সূচনা হলে সশরীরে প্রশাসনিক বৈঠক বন্ধ করে দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। এবার ফের তা চালু হল। আজ, ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেকটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রত্যেকটি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চলতি বছরের দুর্গাপুজো (Durga Puja 2022) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ''১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো-কে ধন্যবাদ জানিয়ে পথে নামবে আমাদের শহর কলকাতা। গোটা রাজ্যের মানুষ এতে যুক্ত হবে। কেউ উলুধ্বনি দেবে, কেউ দোয়া করে শোভাযাত্রাকে সমর্থন জানাবেন। রেড রোডে হবে পুজো কার্নিভালও।''
দিঘায় জগন্নাথ মন্দির তৈরির নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গেই তিনি বলেন, ''দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ দ্রুত শেষ করতে হবে। তাড়াতাড়ি মন্দিরের কাজ শেষ হোক। মন্দির খুললেই আমি প্রথম পুজো দিতে যাব।'' তবে, এদিন বিভিন্ন দফতরের কাজ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ''ভোটের অজুহাত দিয়ে সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না। কন্যাশ্রী প্রকল্পে কলকাতার পিছিয়ে কেন? অনেকেই খুব ভাল কাজ করছেন, কিন্তু কেউ কেউ কাজ করতে চাইছেন না। এ বার কাজ করা শিখে নিন। বিধবাভাতা, বার্ধক্যভাতা ও মানবিকভাতা যোগ্য লোকের হাতে যাচ্ছে কি না তা ভাল করে নজর করতে হবে।''
advertisement
advertisement
এদিন নির্দিষ্ট করে দুটি জেলার কথা তুলে ধরে তিনি বলেন, ''কাজের নিরিখে বীরভূম ও পূর্ব বর্ধমান কেন পিছিয়ে পড়ছে? উপর তলার আধিকারিকরা নীচের দিকে কাজ পাঠিয়ে দেন এবং বলেন কাজ হয়ে গিয়েছে। এটা কিন্তু চরম অবহেলা হচ্ছে। নিজের দফতরের কাজের দিকে সংশ্লিষ্ট আধিকারিকদের নজর দিতেই হবে। শুধু পয়সা দিলাম আর মেলা করলাম, এ ভাবে চলবে না। কাজ করতে হবে।''
advertisement
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন, ''লক্ষ্মীর ভাণ্ডারে ১ কোটি ৭৫ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছে।'' তবে, এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ''স্টুডেন্ট ক্রেডিট কার্ড ১৪ হাজারের আবেদন মঞ্জুর হয়েছে। সব থেকে বড় বাধা ব্যাংক গুলো। ব্যাংকগুলো সহযোগিতা করছে না। অন্য ব্যাংক গুলো দিচ্ছে না। যেন মনে হচ্ছে ব্যাংক গুলো দয়া করছে। পলিটিক্যালি নাকি ওদের কেউ বারণ করে দিচ্ছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 3:34 PM IST