Mamata Banerjee in Jago Bangla| বিজেপির জন্য হুঁশিয়ারি, কংগ্রেসের জন্য আগাম সংকেত, দলীয় শারদ সংখ্যায় মমতার স্ট্র্যাটেজি...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee in Jago Bangla| তৃণমূলের মডেলকে যে গোটা দেশ এগিয়ে রাখছে তাও স্মরণ করলেন মমতা।
#কলকাতা: জাগো বাংলার শারদ সংখ্যাতেও কংগ্রেস নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Jago Bangla)। স্পষ্ট বললেন, দিল্লির দরবারে বিজেপি মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস। পাশাপাশি তৃণমূলের মডেলকে যে গোটা দেশ এগিয়ে রাখছে তাও স্মরণ করলেন মমতা।
ভোটে জেতার পর তিনি নিজেই দিল্লিতে গিয়ে সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এসেছিলেন। ঐক্যের যে সুনিপুণ ছবিটা ধরা পড়ছিল তাতে কোথাও কোনো ফাটল চোখে পড়েনি। পরিসংখ্যানগত কারণেই নিজেদের কংগ্রেসের থেকে আসলে কয়েক ধাপ এগিয়ে রাখছেন মমতা- সহ গোটা দল, প্রয়োজনে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও সময়ে সময়ে একহাত নিচ্ছেন মমতা অভিষেক তা ক্রমেই স্পষ্ট হয়। জাগো বাংলা-য় ( (Mamata Banerjee in Jago Bangla) আরও দু'ধাপ এগিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে ২০২৪ নির্বাচন লড়তে হবে তার সুরটা যেন তিনি বেঁধে দিতে চাইছেন। তিনি স্পষ্ট লিখেছেন, "সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লি দরবারে বিজেপিকে মোকাবিলায় ব্যর্থ হয়েছে। গত দুটি লোকসভার নির্বাচন তার প্রমান। দিল্লিতে যদি লড়াই না থাকে তাহলে মানুষের মনোবল কমে যায়। এবং লোকসভা নির্বাচনেও রাজ্যগুলিতে বিজেপি কিছু বাড়তি ভোট পেয়ে যায়। সেটা এবার কিছুতেই হতে দেওয়া যাবে না।
advertisement
দিন কয়েক আগের কথা, সামশেরগঞ্জে এক প্রচার সভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ফারাক এই যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূল যদি হয় এবং কংগ্রেস হারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, গোটা তৃণমূলই নিজেদের সামনে রেখে জোটে আগ্রহী। তারা চাইছে জোট হোক কিন্তু কংগ্রেস নিজের এবং বাকিদের অবস্থানটা বুঝুক। মমতার কথায়, "সময়ের যাত্রাপথে এখন বিজেপির বিরুদ্ধে আসল লড়াইয়ের মুখ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এই দেশের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে কিরে নতুন ভারতের স্বপ্ন দেখছেন।"
advertisement
advertisement
প্রসঙ্গত এর আগেও জাগো বাংলায় ( (Mamata Banerjee in Jago Bangla) একাধিকবার কংগ্রেসকে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূলকে কংগ্রেসের সম্প্রসারিত অংশ হিসেবেও দাবি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বারংবার বলেছেন, রাজীব গান্ধীর হাত ধরেই তার পথচলা শুরু। সুতরাং আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও মৌলিক পার্থক্য নেই তা বারবার বুঝিয়ে দিতে চায় ঘাসফুল শিবির। ফলে জোটেও অমত নেই, কিন্তু রয়েছে নেতৃত্বের অভীপ্সা। নেত্রী স্পষ্ট লিখছেন, "বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে আমরা চিন্তিত নই কিন্তু বাস্তবটা কংগ্রেসকে অনুভব করতে হবে। অন্যথায় বিকল্প শক্তির গঠনে ফাঁক থেকে যাবে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 9:06 AM IST