Earthquake Hits Pakistan: রিখটার স্কেলে তীব্রতা ৫.৭, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পাকিস্তান !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Earthquake Hits Pakistan: সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী ভূমিকম্পে কমপক্ষে ১৫-২০ জনের মৃত্যু হয়েছে ৷ তবে এই মৃতের সংখ্যা বাড়তে পারে ৷
কোয়েটা: পাকিস্তানে বৃহস্পতিবার কাক-ভোরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটল ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭ ৷ দক্ষিণ পাকিস্তানের বালোচিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে এই ভূমিকম্পে ৷ সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী কমপক্ষে ১৫-২০ জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে (5.7 Magnitude Earthquake Hits Pakistan) ৷
M5.8 #earthquake strikes 97 km E of #Quetta (#Pakistan) 16 min ago. Effects reported by eyewitnesses: pic.twitter.com/EatSBLtwcn
— EMSC (@LastQuake) October 6, 2021
advertisement
ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তানের কোয়েট্টা (Quetta) থেকে ১০২ কিমি উত্তর-পূর্বে বলে জানা গিয়েছে। ভোর রাতে সকলে যখন গভীর নিদ্রায় মগ্ন, সেইসময়েই ভূমিকম্পের ঘটনা ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ এবং দেওয়াল ৷ উদ্ধারকাজে স্থানীয়রাই প্রথমে হাত লাগান ৷ একাধিক বাড়ি ভেঙে পড়ে এবং বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে বলেই জানা গিয়েছে ৷ পাকিস্তানের অভ্যন্তরীণ প্রদেশ মন্ত্রী মির জিয়া উল্লাহ লাঙ্গাউ জানান, ‘‘ আমরা খবর পেয়েছি ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধারকার্য চলছে ৷’’
advertisement
কোয়েটার সংলগ্ন এলাকায় হওয়া এই ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি হওয়ায় আফটার শকও অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। আগামী কয়েক ঘণ্টা আফটার শকের প্রভাব থাকতে পারে ৷
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বালোচিস্তান প্রদেশের পাহাড়ে ঘেরা শহর হারনাই (Harnai) ৷ সেখানকার বিদ্যুৎ এবং মোবাইল ফোন পরিষেবাও বিপর্যস্ত ৷
advertisement
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭ ৷ কম্পন অনুভূত হয় বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতেও ৷
পাকা রাস্তা, বিদ্যুত ও মোবাইল কভারেজের ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে আরও সমস্যা হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। ফলে সরকারি হাসপাতালগুলিতে ভোরবেলা পর্যন্ত কোনও আলো ছাড়াই কাজ করেন স্বাস্থ্যকর্মীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 7:21 AM IST