Mamata Banerjee: বিমার কিস্তিতে কেন জিএসটি! মধ্যবিত্তের কথা মনে করিয়ে সরাসরি নির্মলা সীতারমণকে চিঠি মমতার

Last Updated:

প্রসঙ্গত, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়িও৷ তারপরেই গত বৃহস্পতিবার এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

কলকাতা: জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটি লাগু করা নিয়ে কেন্দ্রের উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই জিএসটি প্রত্যাহার না করা হলে পথে নেমে আন্দোলন করবে তাঁর দল তৃণমূল কংগ্রেস৷ আজ, শুক্রবার এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠিও পাঠালেন মুখ্যমন্ত্রী৷
সূত্রের খবর, চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে হারে জিএসটি দেওয়া রয়েছে তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবারে ইন্সুরেন্সের উপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে সেই জিএসটি প্রত্যাহার করা হোক। অবিলম্বে তা করা হোক। এছাড়া, বিমার কিস্তিতে জিএসটি লাগু করাকে একটি জনবিরোধী সিদ্ধান্ত বলেও চিঠিতে উল্লেখ করেছন মমতা৷
আরও পড়ুন: ‘সংরক্ষণ শুধুমাত্র প্রথম প্রজন্মের ক্ষেত্রেই থাকা উচিত,’ SC/ST-র সাব-কোটায় সম্মতি সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়িও৷ তারপরেই গত বৃহস্পতিবার এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
তাঁর পোস্টে মমতা লেখেন, “ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বিমা এবং চিকিৎসা সংক্রান্ত বিমার প্রিমিয়াম থেকে GST প্রত্যাহার করা হোক। এই জিএসটি জনগণের মৌলিক প্রয়োজনীয় চাহিদা পূর্ণ করার পথে বিরূপ প্রভাব তৈরি করছে।” ভারত সরকার এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব বলেও হুঁশিয়ারি দেন মমতা।
advertisement
আরও পড়ুন: ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প! ‘ও ভারতীয় না কৃষ্ণাঙ্গ?,’ কমলা হ্যারিসকে নিয়ে এ কী কটাক্ষ
উল্লেখ্য, ২০১৭ সালে গোটা দেশে জিএসটি (GST) চালু করে মোদি সরকার। যেভাবে জিএসটি চালু করা হয়েছে, তার বিরোধিতায় ইতিমধ্যেই বার বার সরব হয়েছে বিরোধীরা। জিএসটির সরলীকরণের দাবিও তোলা হয়েছে কংগ্রেসের তরফে। জিএসটি নিয়ে গড়কড়ির চিঠির রেশ কাটতে না কাটতেই সরব হলেন তৃণমূল নেত্রী। বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। তা প্রত্যাহারের দাবি জানিয়ে এবার মমতার সাফ কথা, দাবি না মানা হলে প্রয়োজনে রাজপথে নামবেন তাঁরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিমার কিস্তিতে কেন জিএসটি! মধ্যবিত্তের কথা মনে করিয়ে সরাসরি নির্মলা সীতারমণকে চিঠি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement