মহালয়ায় মমতার লেখা গানের অ্যালবাম, গলা দিয়েছেন একাধিক শিল্পীর সঙ্গে মুখ্যমন্ত্রী
- Published by:Teesta Barman
Last Updated:
এবারের অ্যালবামের মূল থিম নারীশক্তি, উৎসব। তা ছাড়া একটি গানের প্রসঙ্গে উঠে আসবে ইউক্রেনের ভারতীয় ছাত্রছাত্রীদের কথাও। সূত্রের খবর, গানের কথায় উঠে এসেছে এই বাংলার জয়গানই।
#কলকাতা: তিনি কখনও ছবি এঁকেছেন। কখনও আবার কবিতাও লিখেছেন। গানের সুরও দিয়েছেন। মুখ্যমন্ত্রিত্বের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সর্বদা নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সময় পেলেই কলম বা তুলি নিয়ে বসে পড়েন। আর এবারের পুজোতেও চমক দিতে চলেছে মুখ্যমন্ত্রীর আর এক শিল্পীসত্তা। গতবার পুজোর অ্যালবামের জন্য গানের দু’কলি শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার পুজোর অ্যালবামেও সম্পূর্ণ গান গেয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর এমনটাই।
advertisement
advertisement
মহালয়া অর্থাৎ আজ, রবিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও দেন। এবারও তার অন্যথা হচ্ছে না।
সূত্রের খবর, প্রকাশিত হতে চলা এই 'বাংলা গান, উৎসবের গান' অ্যালবাম শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়। তবে সেটি কোন গান, তা এখনও স্পষ্ট নয়। রবিবার অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। গত বছর ৩০ সেপ্টেম্বর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগের রাতে শিল্পী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ছিলেন শিল্পী নচিকেতাও। ঘরোয়া আড্ডায় খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্দরের খবর, সেদিন অনেক রাত পর্যন্ত গানের রেওয়াজ সারেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা মতো গান নিয়ে আলোচনা এবং সুর বাঁধার কাজ হয় বলে খবর। সেই গানই মহালয়ার সন্ধেবেলায় প্রকাশ্যে এসেছিল।
advertisement
জানা গিয়েছে, এবারের অ্যালবামের মূল থিম নারীশক্তি, উৎসব। তা ছাড়া একটি গানের প্রসঙ্গে উঠে আসবে ইউক্রেনের ভারতীয় ছাত্রছাত্রীদের কথাও। সূত্রের খবর, গানের কথায় উঠে এসেছে এই বাংলার জয়গানই। মমতার কথায়, সুরে। গলা দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, চন্দ্রিকা ভট্টাচার্য, অদিতি মুন্সী, তৃষা, ইন্দ্রনীল এবং মমতা বন্দোপাধ্যায় নিজে। আজ রবিবার মমতা বন্দোপাধ্যায় এই অ্যালবাম প্রকাশ করবেন নজরুল মঞ্চে৷ শিল্পীরাও হাজির থাকবেন। গানও গাইবেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 10:21 AM IST