এখনও কামান ফাটানো হয় সন্ধিপুজোয়, দাঁ বাড়ির পুজোর পরতে পরতে ইতিহাস

Last Updated:

১৬৪ বছর আগে প্রথম পুজো শুরু হয় দাঁ বাড়িতে। তার পরে একের পর এক প্রজন্ম এসেছে। কালের অমোঘ নিয়মে হারিয়ে গিয়েছেন বহু মানুষ। কিন্তু তাও তার প্রভাব পুজোর পড়তে দেননি এই পরিবার। বড়দের শেখানো রীতিকে পাথেয় করেই চিরাচরিত সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম। এখনও সন্ধিপুজোয় কামান গর্জায়। শোনা যায়, সেই শব্দ শুনেই সন্ধিপুজো শুরু করে আশপাশের বারোয়ারিরা। এই বাড়ির প্রতিটি ইটে জড়িয়ে রয়েছে এমনই নানা ইতিহাস।

#কলকাতা: কলকাতার ভিতরে রয়েছে আরও এক কলকাতা৷ পুরনো কলকাতা, কলকাতার উত্তর৷ যে কলকাতার ভিতরে অন্তঃসলীলা ধারায় প্রবাহিত ইতিহাসের স্রোত৷ সেই ইতিহাসেরই সাক্ষ্য বহন করছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়ি, দাঁ বাড়ির পুজো৷
১৬৪ বছর আগে প্রথম পুজো শুরু হয় দাঁ বাড়িতে। তার পরে একের পর এক প্রজন্ম এসেছে। কালের অমোঘ নিয়মে হারিয়ে গিয়েছেন বহু মানুষ। কিন্তু তাও তার প্রভাব পুজোর পড়তে দেননি এই পরিবার। বড়দের শেখানো রীতিকে পাথেয় করেই চিরাচরিত সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম।
advertisement
advertisement
এখানকার রীতিনীতিও একটু আলাদা৷ কাঠামো পুজো হয় রথযাত্রার দিন৷ তখন থেকেই পুজোর মরসুম৷ সাজতে শুরু করে ঠাকুরদালান৷  সিল্কের শাড়ি পরেই পুজোর কাজ করেন বাড়ির মহিলারা৷ এখনও সন্ধিপুজোয় কামান গর্জায়। শোনা যায়, সেই শব্দ শুনেই সন্ধিপুজো শুরু করে আশপাশের বারোয়ারিরা। গত বছর কোভিডের কারণে জনসমাগম একটু কম হলেও এ বছর আবার পুরনো ছন্দে ফিরেছে দাঁ বাড়ি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনও কামান ফাটানো হয় সন্ধিপুজোয়, দাঁ বাড়ির পুজোর পরতে পরতে ইতিহাস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement