#কলকাতা: বছরের শেষে ফের উৎসবে মজে বাঙালি। পার্ক স্ট্রিটে আলোর রোশনাই আর সান্টার আনাগোনায় জানান দেয় বড়দিন আসছে। পার্ক স্ট্রিটে ২৫শে ডিসেম্বরের আগেই শুরু হল উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই শুরু হচ্ছে এই বছরের ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival in Kolkata) । পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজেও যেতে পারেন।
করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানান অনুষ্ঠান বাদ পড়লেও ২০২২-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। প্রতি বছর পার্ক স্ট্রিটের ফুটপাতে যে খাবারের স্টল থাকে এই বছর নেই। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে উদ্বোধন করবেন। দারুণ ভাবে সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট।
আরও পড়ুন: প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ-কূটনীতিতেও দক্ষ, পবন বর্মাকে বড় পদ দিল তৃণমূল
এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কের সামনে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের মধ্যে নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হবে, যা প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে, নিরাশ হবেন না। আপনি সমস্ত পারফরম্যান্সগুলি ফেসবুক লাইভে দেখতে পারবেন। প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই উৎসবের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: ভোট শেষ, গুরুদায়িত্ব সামলে এবার একেবারে অন্য ফিরহাদ হাকিম! 'সঙ্গী' মুন্নাভাই
পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করছে চারদিক।করোনাকালে বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। পশ্চিমবঙ্গেও মার খেয়েছে পর্যটন ব্যবসা। তাই এ বারের শীতে ভ্রমণপিপাসু বাঙালিকে আবারও পর্যটনের দিকে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় শুরু হচ্ছে সাংস্কৃতিক আদান-প্রদানের অন্যতম বড়দিন বা বর্ষবরণের উৎসব। এই উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপন করতেই নতুন এই উৎসবের পরিকল্পনা করা হয়েছে জেলায় জেলায়। পর্যটন দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগর জেলাতেও পালিত হবে এবার পর্যটন দফতরের উদ্যোগে এই ক্রিস্টমাস ফেস্টিভ্যাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas 2021, Mamata Banerjee